নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের পুরান গোগনগরে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলারডুবিতে এখনো নিখোঁজ তিনজন যাত্রীর সন্ধান পাওয়া যায়নি।
ঘটনাস্থলে নৌ পুলিশ ও কোস্টগার্ড বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়েও নিখোঁজ তিনজন যাত্রী সন্ধান দিতে পারেনি।
এদিকে নিখোঁজ তিনজন যাত্রী পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন নিখোঁজদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন।
জানা যায়, ২০২৪ সালের পহেলা জানুয়ারি ভোর ছয়টায় বরিশালগামী একটা যাত্রীবাহী লঞ্চের সাথে যাত্রীবাহী ট্রলারের মুখোমুখী সংঘর্ষ হয়ে নদীতে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারটিতে ১৮ জন যাত্রী ছিল তার মধ্যে ১৫ জন যাত্রী তীরে ফিরে আসছে সক্ষম হলেও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। অপরদিকে তিনজন নিখোঁজ যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তারা হলেনঃ মোঃ বাবুল মিয়া (৪৭) পিতা- মৃত- নুর ইসলাম।ঠিকানা- গ্রামঃ কুড়ের পাড়, পোঃ আলীরটেক,থানা নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ মোঃ সেলিম (৪০)পিতা- মৃত- মতি মিয়া ঠিকানা- গ্রামঃ পুরান গোগনগর, পোঃ আলীরটেক, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ। জালাল মিয়া (৫১) পিতা- মৃত- মানিক মিয়া ঠিকানা- গ্রামঃ পুরান গোগনগর, পোঃ আলীরটেক, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ। আহত মাঝির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, জামাল মাঝি পিতা- মৃত- নুর মোহাম্মদ কাচারু ঠিকানা- গ্রামঃ পুরান গোগনগর, পোঃ আলীরটেক, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ। কামাল মাঝি ঠিকানা- গ্রামঃ পুরান গোগনগর, পোঃ আলীরটেক, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
পরিবারের দাবী নিখোঁজ তিনজনের কেউ বেঁচে নেই। তাদের জীবিত বা মৃত হোক উদ্ধার করে ফিরে দিতে প্রশাসনের নিকট জোর দাবী জানান।