বঙ্গবন্ধু সৈনিকলীগের প্রয়াত নেতা মোকলেসুর রহমানের মেঝো ছেলে ও জেলা যুবদলের সদস্য সচিব মো.মশিউর রহমানের ভাগিনা কদম রসুল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিফাত ও সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাফায়েতুল্লাহ তুহিনকে ধরে নিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদের বিরুদ্ধে। বুধবার রাত প্রায় আটটায় এ ঘটনা ঘটে বলে জানান রিফাতের স্বজনরা।
রিফাতের স্বজনরা জানান,রাতে রিফাত বাসায় বসে টিভি দেখছিল। এ সময় হঠাৎ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সাথে বেশকিছু ছেলে ঘরে প্রবেশ করে রিফাতকে নিয়ে আসেন। পাশাপাশি বাহির থেকে ওয়ার্ড ছাত্রদলের অপর নেতা তুহিনকেও ধরে জামতলায় নিয়ে যায় রিয়াদসহ সঙ্গীয়রা। পরে ফতুল্লা মডেল থানায় ফোন করা হলে এএসআই নবাব সেখানে উপস্থিত হলে তার হাতে সোপর্দ করা হয় রিফাত ও তুহিনকে। বৃহস্পতিবার দুপুরে আটক রিফাত ও তুহিনকে আদালতে প্রেরন করা হয় রিফাত ও তুহিনকে।
এ বিষয়ে স্থানীয়রা জানান,মশিউর রহমান রনি ও হাবিবুর রহমান রিয়াদ তারা উভয়ের একে অপরের আত্মীয়। সে সুবাদে রিফাত রনির পাশাপাশি রিয়াদেরও ভাগিনা হয়। রিয়াদ কিভাবে পারে ঘরে ঢুকে ভাগিনাকে বের করে পুলিশে সোপর্দ করাতে। তারা আরও বলেন,রিয়াদের আপন দুই চাচা গিয়াসউদ্দিন প্রধান ও জসিমউদ্দিন জসুও বিএনপির রাজনীতির সাথে জড়িত। গিয়াসউদ্দিন প্রধান মৎস্যজীবি দল এবং জসিম ইউনিয়নের ওয়ার্ড বিএনপির একজন প্রভাবশালী নেতা। তাহলে তারা কেন গ্রেফতার হচ্ছেনা। নাকি ভাতিজা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত বিধায় চাচাদের সকল অপরাধ মাফ বলে গন্য হচ্ছে। রিয়াদের এরুপ কর্মকান্ডে পুরো এলাকাতেই মানুষের মাঝে কানাঘুষা চলছে এবং ধিক্কার জানাচ্ছে রিয়াদকে।
এ বিষয়ে হাবিবুর রহমান রিয়াদ বলেন,এবিষয়ে আমি অবগত না। আপনার কাছ থেকে এখন শুনলাম। কে তুলে নিয়ে গেছে তাকে জিজ্ঞাসা করেন।
ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক মো.নবাব এর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, সংবাদ জানতে পেরে আমি রাতে জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে যাই। সেখানে যাওয়ার পর স্থানীয় জনতা তাদেরকে আটক করেছে বলেন এবং আমাদের হাতে সোপর্দ করেন।