সোহেল আহমেদ: সংসদ সদস্য একেএম শামীম ওসমানের স্ত্রী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, আমাদের পক্ষ থেকে আপনাদের অনুরোধ। ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন। ভোট বানচালের জন্য ষড়যন্ত্র হচ্ছে। তাদের বলতে চাই, যারা ভোট বানচালের চেষ্টা করছে আমরা তাদের ভয়ে ভীত নই। আমরা তাদের ভয়ে ভীত না। কারও ষড়যন্ত্রে আমরা পা দেব না। ভোট দেব মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী করবো।
রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে শাহীবাজার এলাকায় কুতুবপুর নারী কল্যাণ সংস্থার উদ্যোগে আগুন সন্ত্রাস, মাদক, ভূমিদস্য, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী নির্যাতন বিরোধী আলোচনা সভায় একথা বলেন তিনি।
কুতুবপুর ইউনিয়ন নারী কল্যাণ সংস্থার সভাপতি মোসাম্মৎ রুবিনা আক্তার এর সভাপতিত্বে ও কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মীরুর আয়োজনে, প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যারা আগুন সন্ত্রাস করছে তারা আর যাই হোক জনগণের মঙ্গল চায় না। তাদের হিসাব দিতে হবে কেন মানুষকে পুড়িয়ে মারা হল। কেন বাসে আগুন দেয়া হল। কেন পুলিশকে কুপিয়ে মারা হল। এজন্যই ওরা ভোটে আসেনি। জনগণের প্রশ্নের উত্তর ওরা দিবে কী করে। তিন বছরের এক বাচ্চাকে পুড়িয়ে মেরে ফেলা হল। কী দোষ ছিল তার। এগুলোর বিচার করতে হবে। আমাদের তাদেরকে সাহায্য করতে হবে। স্বাধীনতা বিরোধীদের বিচার যেভাবে হয়েছে এই আগুন সন্ত্রাসীদেরও বিচার করা হবে।
তিনি বলেন, আপনারা এমন মানুষকে ভোট দিবেন যে সবসময় আমাদের পাশে থাকে, আমাদের উন্নয়নের কাজ করে। সুখে দুঃখে মানুষের পাশে থাকে। আমি নারায়ণগঞ্জের জনসাধারণ হিসেবে বলছি শামীম ওসমান সাহেব কাজ করে দেখিয়েছেন। উন্নয়ন হয়েছে কীনা সেটার উত্তর আপনারা দিবেন। যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে তার জবাব আপনারা দিবেন।
আপনাদের জন্য যে মানুষটি কাজ করে চলছে আমরা তার হাত ধরে রাখবো। ভোট দেয়ার মাধ্যমে তার হাত ধরব। বাংলাদেশের মানুষ এখন অনেক স্মার্ট। তাদের এখন ভয় দেখানো যাবে না।
আমাদের দেশের চেয়ে জিনিসপত্রের অনেক দাম বেড়েছে যুক্তরাষ্ট্রে, লন্ডনে। মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই দ্রব্যমূল্যের দাম কমিয়ে আমাদের মা বোনদের মুখে হাসি ফোটাবেন। আমরা মহিলা সংস্থার মাধ্যমে বিভিন্ন ভাবে মহিলাদের সাহায্য করে যাচ্ছি। মা বোনেরা আপনারা আপনাদের অবস্থান তৈরি করবেন, নিজেদের প্রতিষ্ঠিত করবেন।
তিনি আরো বলেন, আমরা আপনাদের পরিচিত করতে চাই মানুষ হিসেবে। নারী সমাজ কত শক্তিশালী হতে পারে তা আমাদের ধারণার বাইরে। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে বলতে পারি আনন্দ ও উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিব। কোন নাশকতায় কান দেব না। যদি দেখেন কেউ নির্বাচন বানচালের চেষ্টা করছে, সাথে সাথে আমাদের প্রতিনিধিদের জানাবেন৷ প্রশাসনকে জানাবেন। তাদের জবাব দেয়া হবে ব্যালটের মাধ্যমে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা শিরিন শারমিন,
বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন আহমেদ,কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: মনিরুল আলম সেন্টু।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জিএস জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী ও যুব সমাজের আইডল অয়ন ওসমান।
ফতুল্লা থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইউনুছ দেওয়ান, কুতুবপুর ইউনিয়ণ আওয়ামী লীগের সভাপতি হাজ্বী মোঃ জসিম উদ্দিন ,৪.৫.৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য এম ও এফ খোকন,নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগ নেতা মোঃ হুমায়ুন কবির, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান পিন্টু,কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান চৌধুরী,কুতুবপুর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক আঃ খালেক মুন্সী, কুতুবপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আঃ রশীদ মোল্লা, আওয়ামীলীগ নেতা,জামাল উদ্দিন বাচ্চু, নজরুল ইসলাম টিপু, মোঃ রুহুল আমিন, আওয়ামীলীগ নেতা মোঃ সোহাগ,খবির উদ্দিন, তাজুল ইসলাম, লিটন হাওলাদার, দ্বীন ইসলাম প্রমুখ।