মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ার নারায়নগঞ্জ ২৪ ডট কমের পক্ষ থেকে অসহায় দুঃস্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা নয়ামাটি তাজুর মাঠ এলাকায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে আওয়ার নারায়ণগঞ্জ ২৪ ডট কমের সম্পাদক মোঃ মামুনুর রশিদ মুন্নার সঞ্চালনায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসীম উদ্দীনের সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মনিরুল আলম সেন্টু।
কুতুবপুর ইউনিয়ন আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক মানিক চাঁন, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আলাউদ্দিন হাওলাদার, কুতুপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুর রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খান, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মুন্সী।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সিকদার মাহবুবুর রহমান হক,ফতুল্লা থানা মোটর চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব ,যুবলীগ নেতা ইমু, স্বপন প্রমুখ।