লিজা আক্তার: নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবলীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দীন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দীন বলেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে একেএম শামীম ওসমানকে মুল্যবান ভোট দিয়ে আবারো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য ভোটারদেরকে আহবান জানান। অত্র এলাকার প্রতিটি ভোটারকে অনুরোধ করেন আগামী ৭ জানুয়ারী সকাল থেকে বিকাল পর্যন্ত নৌকা প্রতিকে ভোট প্রদান করে শামীম ওসমানকে জয়যুক্ত করবেন।
সভাপতির বক্তব্যে আব্দুল খালেক মুন্সী বলেন, জানুয়ারির ৭ তারিখ সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবে নির্বাচনের ভোটাররা ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন। এবং কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কোন ভোটারকে পায়ে হেঁটে গিয়ে ভোট দিতে হবে না। প্রত্যেকটা ভোটারকে গাড়ি করে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য গাড়ি ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য এম ও এফ খোকন, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান পিন্টু, যুবলীগ নেতা শেখ শাহীন, মোঃসেলিম, নবী হাওলাদার, কামরুল ইসলাম জয় , আব্দুল মালেক মুন্সী, যুবলীগ নেতা সুজন আহমেদ, জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।