আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত একেএম শামীম ওসমানের ফতুল্লা ইউনিয়নে গনসংযোগ ও উঠান বৈঠকের দিনক্ষন নির্ধারন নিয়ে ফতুল্লায় আওয়ামীলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার ( ২০ ডিসেম্বর ) বিকেল সাড়ে ৩টায় থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী এম.শওকত আলীর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম,সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,ফতুল্লা থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আসাদুজ্জামান,যুগ্ম সম্পাদক আলহাজ ফরিদ আহম্মেদ লিটন,কার্যকরী সদস্য হাজী আবু মো.শরীফুল হক, মো.মোবারক হোসেন,আওয়ামীলীগ নেতা মো.মজিবুর রহমান,ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মিছির আলী,ফতুল্লা থানা যুবলীগ নেতা হাজী আজমত আলী,এনায়েতনগর ইউপি প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধানসহ আওয়ামীলীগ ও যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় আসছে ৭ জানুয়ারীর নির্বাচনে সাংসদ শামীম ওসমানের জয়যাত্রা অক্ষুন্ন রাখতে দলীয় নেতাকর্মীকে একত্রিতভাবে কাজ করার পরামর্শ দেয়া হয় এবং যেভাবে ভোটারদের যথাযথ উপস্থিতিতে একটি অবাধ সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরীর করা যায় যে বিষয়ে আলোচনা করা হয়। আগামী ২৩ ও ২৫ জানুয়ারী ফতুল্লা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাংসদ শামীম ওসমান যে গনসংযোগ ও উঠান বৈঠক করবেন তারও একটি সময় নির্ধারন করা হয় এ মতবিনিময় সভা হতে। আগামী ২৩ ডিসেম্বর দুপুর আড়াইটায় ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের কাইউমপুর ও হাজীগঞ্জ এলাকায় শামীম ওসমানের গনসংযোগের ব্যবস্থাপনার দ্বায়িত্ব দেয়া হয়েছে আওয়ামীলীগ নেতা ওয়ালী মাহমুদ খান ও থানা যুবলীগের সাধারন সম্পাদক ফাইজুল ইসলামকে। বিকেল সাড়ে ৩টায় ৯ নং ওয়ার্ডের তল্লা এলাকায় জানে আলম বিপ্লবের তত্তাবধানে হবে এ গনসংযোগ। বাদ মাগরীব ৬নং ওয়ার্ডে পুর্ব ইসদাইর বুড়ির দোকান,ইসদাইর বাজার ও টাগারপাড় এলাকায় গনসংযোগের দ্বায়িত্ব পায় মিছির আলী,আবদুল আউয়াল ও শিমুল। ২৫ ডিসেম্বর দুপুর আড়াইটায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাচতলা মোবারক হোসেন ও সিরাজুল ইসলামের ,বিকেল সাড়ে তিনটায় ফতুল্লায় পাইলট স্কুলে ফরিদ আহম্মেদ লিটন,২নং ওয়ার্ডের পথকলি স্কুলে বিকেল সাড়ে ৪টায় মহিউদ্দিন ও শাহীন,বাদ মাগরীব ফতুল্লা পারিবারিক মিলনায়তনে মীর সোহেল আলী ও আবু মো.শরীফুল হক,বাদ এশা ৫নং ওয়ার্ডের সস্তাপুর ঈদগাহ মাঠ এলাকায় আজমত আলী,মজিবুর রহমান,বাসেদ মেম্বার ও আবদুল কাদিরের সার্বেক তত্ত¡াবধানে নির্বাচন উপলক্ষে গনসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হবে।