নেত্রকোনা জেলা প্রতিনিধি, মোঃ বাবুল:- নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে সাবেক উপমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী আরিফ খান জয়ের পক্ষে ১১ নং কে গাতি ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে ঈগল পাখি প্রতীক মার্কায় তৃণমূলের নেতাদেরকে সাথে নিয়ে একটি বিশাল মিছিল বের হয়। বোবা হালা মোর হতে সিধলী বাজার, সিধলী বাজার হতে বোবা হালামোড় এসে মিছিলটি শেষ হয়।
মিছিল শুরুর পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে ১১ নং কে গাতি ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, মানুষের স্বপ্ন বাস্তবায়ন যার একমাত্র লক্ষ্য, ১৫৮ নেত্রকোনা ২- নেত্রকোনা সদর ও বারহাট্টা, জনগণের সুখ দুখের সাথী যিনি তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, যার ভালোবাসায় আমরা নেত্রকোনা ধন্য, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা বারহাট্টা-২ আসনে এমপি হিসেবে দেখতে চাই।আমি অত্র এলাকার প্রতিটি ভোটারকে অনুরোধ করবো আগামী ৭ জানুয়ারী সকাল থেকে বিকাল পর্যন্ত ঈগল পাখি প্রতিকে ভোট প্রদান করে আরিফ খান জয় ভাইকে জয়যুক্ত করবেন।
তিনি আরও বলেন,উন্নয়নের কান্ডারী আমাদের সকলের প্রানপ্রিয় আরিফ খান জয় ভাই একটি আস্থা,ভরসা ও উন্নয়নের প্রতিক। সেই প্রতিককে আমরা নির্বাচিত করে সকলের সেবা করার সুযোগ করে দিবো ইনশাআল্লাহ।