বিএনপি-জামাত জোটের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির সমর্থনে শান্তি মিছিল করেছে ফতুল্লা ইউপির ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের পক্ষে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী ও থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আবু মোঃ শরীফুল হকের নেতৃত্বে মিছিল বের করা হয়। শুক্রবার ( ১লা ডিসেম্বর ) বিকেল সাড়ে ৩টায় ফতুল্লাস্থ চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তনের সামনে এ শান্তি মিছিলটি বের করা হয়।
মিছিল পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে মীর সোহেল আলী বলেন,আমরা সবসময় শান্তির পক্ষে এবং অশান্তির বিপক্ষে রয়েছি। দেশের শান্তিকামী শানুষের শান্তি বিনষ্টকারী ঐ বিএনপি-জামাত জোট পুরো দেশব্যাপী অঅগুন সন্ত্রাসের সৃষ্টি করে দেশবাসীকে আতংকের মাঝে রেখেছে। আমরা সেই সকল আগুন সন্ত্রাসীদের বিপক্ষে ছিলাম এবং আগামীতেও থাকবো। আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটের মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শামীম ওসমানকে পুনরায় নির্বাচিত করে এ সকল আগুন সন্ত্রাসের জবাব দিবো।
আবু মো.শরীফুল হক বলেন,আমরা গনতন্ত্রে বিশ^াসী। আর গনতন্ত্রে বিশ^াসী বলেই নির্বাচনে অংশ নিচ্ছি। যারা গনতন্ত্রের পরিবর্তে আগুন সন্ত্রাসে বিশ^াসী তারা দেশে আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশব্যাপী নৈরাজ্যে সৃষ্টি করছে। তিনি আরও বলেন,অঅসছে নির্বাচনে দেশের শান্তিকামী মানুষ ভোটের মাধ্যমেই বিএনপি-জামাত জোটের আগুন সন্ত্রাসের জবাব দিবেন এবং পুনরায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন,জাতীয় শ্রমিকলীগ জেলা কমিটির সহ-সাধারন সম্পাদক মো.শফিউদ্দিন বাবচ্চু,যুবলীগ নেতা রিপন খন্দকার,আবু সিদ্দিক,মো.নজরুল ইসলাম,মো. জাহাঙ্গীর,কাজল চৌধুরী, নুর মোহাম্মদ সাগরসহ কয়েক শতাধিক নেতাকর্মী।
মিছিলটি ফতুল্লাস্থ চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তনের সামনে থেকে বের করে লালপুর,পৌষাপুকুর পাড়সহ কয়েকটি এলাকা প্রদক্ষিন করে ফতুল্লা মডেল সামনে এসে সমাপ্ত করা হয়।