নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আজিজুর রহমান আজিজের সেবা থেকে বঞ্চিত হচ্ছে ওয়ার্ড বাসি।
নিয়মিত এলাকায় অবস্থান না করায় ও ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকায় মেম্বার এর কাছে আসা জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যে আশা নিয়ে আজিজুর রহমান আজিজ কে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম। সে আশা থেকে আমরা ওয়ার্ডবাসী নিরাশ হয়ে পড়েছি। নিবাচিত মেম্বার আজিজুল রহমান আজিজ তার ব্যবসা ও শহরের বাড়িতে বেশী অবস্থান করায় আমরা তার সেবা হতে বঞ্চিত হচ্ছি।
জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কাডের জন্য তার স্বাক্ষর নিতে আসলে নিয়মিত এলাকায় অবস্থান না করায় আমরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছি।
বারবার অর্থ খরচ করে তার এলাকায় আসলেও আমরা মেম্বার কে কাছে পাই না। এতে করে উন্নয়ন করা তো দূরের কথা বিভিন্ন সনদ পেতে আমাদের দুর্ভাগ হচ্ছে।
জানা যায়,, ২০২১ সালের ১১ ই নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আল-আমিনকে পরাজিত করে আজিজুর রহমান আজিজ প্রথমবারের মত মেম্বার নির্বাচিত হন। নির্বাচিত হবার পর মাসখানেক এলাকায় অবস্থান করলেও এরপর থেকে তিনি তা নারায়ণগঞ্জ শহরের বাসায় বসবাস করতে থাকেন এরপর হতে এলাকায় গিয়ে তাকে নিয়মিত পাওয়া যায় না। আজিজ মেম্বার নিজেকে আওয়ামী লীগের নেতা দাবি করলেও আজও পর্যন্ত আওয়ামী লীগের কোন সভা- সমাবেশে তাকে দেখা যায়নি। তার নির্বাচনী ওয়ার্ডে বধ্যভূমি অবস্থিত হলেও আজকে জেলা ও উপজেলা প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা এলাকায় আসলেও মেম্বার ছিলেন অনুপস্থিত।
গতকাল শামীম ওসমান এমপির মতবিনিময় সভায় দেখা যায়নি। অথচ নিজেকে আওয়ামী লীগের নেতা দাবি করে তার ব্যক্তি স্বার্থ উদ্ধারে সব সময় সচেষ্ট থাকেন। আমরা তাকে বাকি সময়গুলোতে এলাকায় থাকার জন্য অনুরোধ করলেও তিনি কর্ণপাত করেননি। তাকে পরিষদের কার্যক্রমেও দেখা যায় না এবং উন্নয়ন মূলক কর্মকান্ড তেমন করেছেন বলে দেখা যায়নি। আমরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন জানাচ্ছি আজিজুর রহমান আজিজ মেম্বারের বিরুদ্ধে যেন প্রয়োজনীয় এবং ওয়ার্ডবাসীর দূর্ভোগ লাঘবে ব্যবস্থা গ্রহন করেন।
এ ব্যাপারে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আজিজুর রহমান আজিজ মুঠোফোনে (০১৮৩২৯১৬৯@@ ) ও ০১৯২৭৩৮৬৪@@) একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।