ইমতিয়াজ আহমেদ রাসেল: ফতুল্লায় রুমের ভিতর থেকে (২০) বছরের এক কিশোরীসহ মসজিদের ইমাম মাও. মাহ্ফুজুল হক মুজাহিদীকে হাতে নাতে আটক করেছে স্ত্রী ও মেয়ে। এঘটনায় এলাকা জুরে তুলপার।
মাও.মাহ্ফুজুল হক আবেদীয়া মোজাদ্দেদীয়া জামে মসজিদ খানকা শরীফের খতিব ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ফতুল্লা থানা শাখার সভাপতি।
মঙ্গলবার ২৮ (নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সেহাচর তক্বারমাঠ এলাকায় মসজিদের পাশে ইমামের নিজ বাসায় এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় কিশোরী ও ইমামকে রুমের মধ্যে দুই ঘণ্টা তালাবদ্ধ করে রাখে ইমামের স্ত্রী ও আশপাশের স্থানীয় লোকজন। আটক হওয়া কিশোরী তার পরিবারকে বিষয়টি জানালে পরিবারের লোকজন এসে তাদের তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করে।
বিষয়টি এলাকার মধ্যে ছড়িয়ে পরলে স্থানীয় লোকজন জরো হয় এবং এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার দিক্কার জানায় ও ইমামের শাস্তি দাবি করেন।
এলাকাবাসী এমন ন্যাক্কারজনক ঘটনার বিষয় মাওলানা মাহফুজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান এই নারী তার বৈধ স্ত্রী। গত ২ মাস পূর্বে ইসালামিক শরীয়ত মোতাবেক তারা বিয়ে করেছেন। তিনি কোন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত নন,তিনি তার বৈধ স্ত্রীর সাথে রুমের ভিতর ছিলেন। তার প্রথম স্ত্রী না জেনেই তাকে ভুল বুজছেন। তার স্ত্রী ভাইদের খবর দিয়ে এনে তার মাকে ও তাকে মারধর করেছে।
অপরদিকে ইমামের স্ত্রী বড় ভাই জানান, দীর্ঘদিন ধরে কারণে অকারনে আমার বোনের উপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে, এ নিয়ে কয়েক বার তাকে বুঝানো হয়েছে কিন্তু সে কারো কথাই মানে না। এখন তার ছেলে মেয়ে বিয়ের বয়স হয়েছে এমন কি এক ছেলে বিয়েও করিয়েছে, সে এক জন মসজিদের ইমাম এই বয়সে তার এমন কার্যকলাপ করা ঠিক হয়নি। আজকে এক নারীসহ আমার বোন ও ভাগ্নি হাতে নাতে তাকে রুমের ভিতরে দেখতে পায় এবং তাদের রুমের ভিতর আটক করে রেখে আমাদের সংবাদ দেয় আমরা এসে দেখি এই ঘটনা। সে বিয়ে করেছে তা আমরা জানিনা আর আমার বোনের কাছ থেকে বিয়ের জন্য কোন অনুমতি নেয়নি, আর আমার বোনের সাথে প্রায় একমাস যাবৎ ভালোভাবে কোন কথাও বলেনা, এমন কি সে নিচে একটি রুম আছে সেই রুমেই তিনি থাকে। তার ছেলে মেয়ে বড় হয়েছে তার এই ধরনের কারাপ কাজ কোন ভাবেই মেনে নেয়া যায়না। আমি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার শাস্তি দাবি করছি মসজিদ কমিটির কাছে।
এঘটনাটি ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে একটি প্রভাবশালী চক্র। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়া বিভিন্ন গণমাধ্যমের ব্যাক্তিদেরকে ম্যানেজ করার চেষ্টা করেছে বলেও অভিযোগ উঠেছে ইমামের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, খানকা শরীফের ইমাম মাওলানা মাহফুজুর রহমান মোজাহিদীর রয়েছে জমজমাট তাবিজের ব্যবসা, তিনি তার বাসার একটি কক্ষ রয়েছে সে খানে সকাল থেকে শুরু করে রাত পর্য়ন্ত আসা যাওয়া করে নারী পরুষ, আর এখানে আসা যাওয়ার পথেই তাবিজ কবজের মাধ্যমে সম্পর্ক হয় এই নারীর সাথে। এই ইমাম যে বিয়ের কাবিন নামা দেখিয়েছে আদো আসল কিনা বুঝা যাবে কাবিননাম যাচাই কলে। স্থানীয়রা আরো জানান এই ইমামের বিরুদ্ধে এ ধরনের আরো অভিযোগ রয়েছে। এই ইমাম যার ফুক এর মাধ্যমে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ, শুধু তাই নয় নানা বিষয়ে তদবীরও দিয়ে থাকেন তিনি। এতে মসজিদের ইমাম বিদায় আশ্বস্থ হয়ে নানা সমস্যায় পড়ে চোখে অন্ধকার দেখা নারী-পুরুষ ভীড় জমান আর প্রতারনার শিকার হয় তার কাছে।
এব্যাপারে কুতুবপুর ইউনিয়ণ পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য শেখ মোঃ ইমান আলী জানান,মসজিদের ইমামের ঘটনাটি আমি লোকমারফত শুনেছি আমি এলাকাতে ছিলাম না, তাই আমি মসজিদের সভাপতি মাঈনুদ্দিন সাহেব ফোনে কল করেছি তিনি আমাকে বলেছেন বিষয়টি নিয়ে আমরা সামাজিকভাবে বসেছি যেহুতু সে আমাদের কাবিননাম দেখিয়েছে তা হলে এখানে আমাদের কিছু করার নাই। এ বিষয়টি তারা পারিবারিক ভাবে দেখবে। তবে এই ইমামকে মসজিদ থেকে বিদায় করে দিবো, এই মসজিদে সে আর ইমামতি করতে পারবেনা।