আজ শুক্রবার (২০ অক্টোবর)ষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হবে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। ষষ্ঠীতে দেবী বোধনের পর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে দেবী দূর্গা অধিষ্ঠান হবে মন্ডপে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়া দশমীতে ঘোড়ায় চড়ে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে।
পৌরাণিক শাস্ত্র মতে, দেবকুল মাঘ থেকে আষাঢ় এ ছয়মাস উত্তরায়ন যা দিন, আর শ্রাবণ থেকে পৌষ- এ ছয়মাস দক্ষিণায়ন যা রাত। রাবণ বধের জন্য আশ্বিন মাসে দূর্গা পূজা করেছিলেন রামচন্দ্র। অকালে বোধন এ শারদীয় দূর্গা পূজা বাঙালির জীবনে সার্বজনীন উৎসবের রূপ নেয় ।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় পাগলায় ৬ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার উৎসব হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীও উৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য সারাদেশের মতো ফতুল্লা মডেল থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান নেয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে অাজম জানান, ফতুল্লায় সুষ্ঠু সুন্দর ভাবে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছি। পূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। প্রত্যেক মণ্ডপে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের কে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার অনুরোধ করা হয়েছে। এছাড়াও প্রশাসন মাঠে থাকবে। প্রত্যেক পূজামণ্ডপই কড়া নজরদারির মধ্যে থাকবে।
আনসার বাহিনী থাকবে ও চেকপোস্টসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। আশা করছি ফতুল্লার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবার দূর্গা পূজা সুষ্ঠ সুন্দর ভাবে সম্পন্ন হবে।