মোঃ সাহিদুল ইসলাম শাহীনঃ- ইজিবাইক চালক সজিব হত্যায় যশোর জেলা গোয়েন্দা শাখা(ডিবি)’র হাতে গ্রেফতার ৪ আসামীর ফাঁসির দাবিতে বেনাপোলে বিক্ষোভ মিছিল করেছে “বেনাপোল পৌর ইজিবাইক চালক সমবায় সমিতি”।
বৃহস্পতিবার(১৯ অক্টোবর) বিকালে সমিতি’র সভাপতি-কলিম উদ্দিন ভূঁইয়া রনি এবং সাধারণ সম্পাদক-নাজমুল হোসেন রাজবুল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। “ফাঁসি চাই” “ফাঁসি চাই” মূহুর্মূহু শ্লোগানে প্রায় শতাধিক চালকের অংশ গ্রহণের বিক্ষোভ মিছিলটি বেনাপোল বাজার হয়ে বন্দর এলাকা প্রদক্ষিন করে বেনাপোল রেলওয়ে স্টেশন রোডস্থ সমিতি’র অফিস কার্যালয়ে এসে শেষ হয়।
সমিতি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে বলেছেন,”চালক সজিব নিরীহ প্রকৃতির মানুষ ছিল,তার সরলতার সুযোগ নিয়ে ইজিবাইক ছিনতাই এর উদ্দেশ্যে তাকে ডেকে নিয়ে গ্রেফতার হওয়া নরপশু খুনিরা ছুরিকাঘাতে গলা কেটে তাকে হত্যা করে,আমরা গ্রেফতারকৃত খুনিদের আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড(ফাঁসি) চাই। লাশ উদ্ধার এবং আসামীদেরকে ঘটনার ১২ ঘন্টার মধ্যে গ্রেফতারের সফল অভিযান পরিচালনার জন্য জেলা পুলিশ সুপার মহোদয় প্রলয় কুমার জোয়ারদার,বেনাপোল পোর্টথানা এবং যশোর জেলা সদর গোয়েন্দা শাখা(ডিবি)’র ওসি মহোদয়দেরকে ধন্যবাদ জানান”।
উল্লেখ্য, ১৮ অক্টোবর/২০২৩ ইং আনুমানিক সকাল ৭ টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা সাকিনস্থ গয়ড়া টু খড়িডাঙ্গা গামী কাঁচা রাস্তার পার্শ্বে ছকোর খালে জনৈক তরিকুল ঢালীর ধানী জমি থেকে অনুমান ১৯ বছর বয়সের ইজিবাইক চালক সজিবের লাশ উদ্ধার করে পোর্টথানা পুলিশ।
ঘটনাটি চাঞ্চল্যকর ও লোমহর্ষক হওয়ায় জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জেলা গোয়েন্দা শাখার উপর তদন্তের ভার ন্যাস্ত করলে ডিবি’র এসআই মুরাদ হোসেন মামলার তদন্তভার গ্রহণ করে। তার নেতৃত্বে একটি চৌকশ টিম তদন্তে নেমে ১২ ঘন্টার মধ্যে হত্যার ঘটনার সাথে সরাসরি জড়িত ২ সদস্য ১। শামীম ও ২। রাব্বিকে বেনাপোল বল ফিল্ড এলাকা হতে হত্যাকাজে ব্যবহৃত রক্তমাখা চাকুসহ হাতে নাতে ধরে তাদের স্বীকারোক্তি মতে নিহতের নিকট থেকে নেওয়া ইজিবাইক বিক্রয়ের সহযোগীতার সাথে জড়িত আরো ২ সদস্যকে গ্রেফতার করে শার্শা বাগআচড়া ময়ুরী সিনেমা হলের সামনে থেকে ইজিবাইকটি উদ্ধার করে।