কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:- পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় জনগোষ্ঠীর প্রানিসম্পদ সেবা নিশ্চিতকরনে ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনভর উপজেলা কৃষি অফিস সম্মেলন কক্ষে কেয়ার বাংলাদেশ’র সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী প্রদৃপ্ত প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার লালুয়া ও মিঠাগঞ্জ ইউনিয়নের গাভী পালনকারী, গো-খাদ্য বিক্রেতা ও পশু চিকিৎসাসহ ৪০ জন কৃষক অংশগ্রহন করেন।
উপজেলা উপ-সহকারি প্রানি সম্পদ কর্মকর্তা শুভাশিষ মজুমদারের সভাতিত্বে এ কর্মশালায় অতিথি হিসিবে উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.শওকত হোসেন তপন বিশ্বাস, মো মেজবাহ উদ্দিন খান, জাগো নারী প্রদৃপ্ত প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার শ্যামল রায়, ফিল্ড ফেসিলেটিটর সঞ্চিতা রায় ও মাধরী রানী প্রমুখ।
বক্তারা গো-খাদ্য বিক্রি ও পশু চিকিৎসা বিষয়ে আলোচনা করেন।