নেত্রকোনা জেলা প্রতিনিধি মোহাম্মদ বাবুল:- নেত্রকোনার মাটি আওয়ামী লীগের ঘাঁটি এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে নেত্রকোনা ১১নং কে- গাতী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজপথের লড়াকু সৈনিক, সততা ও ন্যায় নিষ্ঠাবান, তরুন্যের প্রতিক যুব সমাজের প্রিয় মুখ (সভাপতি পদপ্রার্থী) শাহ্ কবির খান পাঠান হাক্কুকে সভাপতি হিসেবে দেখতে চায় এলাকাবাসী।
সাবেক ছাত্রলীগ নেতা, সভাপতি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কে গাতী ইউনিয়ন শাখা বর্তমান সদস্য নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও দলিল লেখক সদর রেজিস্টার অফিস নেত্রকোনা দায়ীত্ব পালন করছেন শাহ্ কবির খান পাঠান (হাক্কু)।
তিনি তার পাশাপাশি তৃণমূলের নেতা কর্মীদের সাথে নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে তিনি ইউনিয়ন পর্যায়ে ও কাজ করে যাচ্ছেন। নেত্রকোনা ১১নং কে-গাতী ইউনিয়নের জনসাধারনের সাথে আলাপকালে তারা জানায়, সময়ের সাহসী কণ্ঠস্বর রাজপথ কাঁপানো সৈনিক আওয়ামী লীগের নিবেদিত প্রান যার একমাত্র লক্ষ্য নেত্রকোনা ১১ নং কে-গাতী মানুষের সুখ দুঃখে পাশে থাকা, যিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন যার ভালোবাসা আমরা ইউনিয়ন বাসি ধন্য সে আমাদের জননেতা শাহ কবীর খান পাঠান (হাক্কু)ভাই তাকে আমরা সভাপতি হিসে দেখতে চাই।
এ বিষয়ে ১১নং কে- গাতী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (সভাপতি পদপ্রার্থী) শাহ্ কবির খান পাঠান হাক্কু বলেন, কে-গাতী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হতে পারলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, গনতন্ত্রের মানস কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে সামনে এগিয়ে নিতে জোর প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ ।