মোঃ সাহিদুল ইসলাম শাহীনঃ-
ডিএমপি, ঢাকার মতিঝিল থানা এলাকা হতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ও র্যাব-২, সিপিসি-১, পরকীয়ার জেরে নিজ স্ত্রীর হাতে যশোর মনিরামপুরের সিরাজুল হত্যা মামলার আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামী ডলি খাতুন (৪০) গ্রেফতার করেছে র্যাব-৬ এর সদস্যরা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মাদ সাকিব হোসেন এক “প্রেস রিলিজ” এর মাধ্যমে জানিয়েছেন,
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে”।
“গত ১৭/০৫/২৩ তারিখ যশোর জেলার মনিরামপুর থানার মামলা নং- ২৭, তাং- ২৫/০৮/২০১১ ধারা- ৩০২/৩৪ দঃ বিঃ এর আসামীদের বিজ্ঞ আদালত কর্তৃক আমৃত্যু সাজা প্রদান পূর্বক গ্রেফতারি পরোয়ানা জারি করেন। উক্ত গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর র্যাব-৬, যশোর ক্যাম্পের গোয়েন্দা দল আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাকিতায় র্যাব-৬, যশোর ক্যাম্প ও র্যাব-২, সিপিসি-১, ধানমন্ডির একটি যৌথ আভিযানিক দল ইং ১২/১০/২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার মতিঝিল থানাধীন ফকিরাপুল ২৩০ গরম পানির গলি এলাকায় আত্মগোপনে আছে। সংবাদ প্রাপ্ত হয়েই আভিযানিক দলটি তাৎক্ষণিক উক্ত স্থানে অভিযান পরিচালনা করে একই তারিখ রাতে আসামী ডলি খাতুন (৪০), স্বামীঃ মৃতঃ শেখ সিরাজুল ইসলাম শেখ, সাং- জয়পুর, থানা- মনিরামপুর, জেলা- যশোর, এ/পি পিতাঃ মৃত ইন্তাজ উদ্দীন,সাং- আড়পাড়া, থানা- কোতয়ালী, জেলা- যশোর’কে গ্রেফতার করে”।
“গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলা সূত্রে জানা যায়, ভিকটিম সিরাজুল ইসলাম তার স্বামী ছিলেন এবং তাদের সংসারে দুইটি সন্তানও ছিল। আসামী ডলি খাতুন এর সাথে তার স্বামী সিরাজুল ইসলামের সাংসারিক অশান্তি সহ ঝগড়া বিবাদ হতো। এমনকি আসামী ডলি খাতুন তার স্বামীকে প্রায়ই মারধর করতো বলে জানা যায়। গত ইং ২২/০৮/২০১১ তারিখে ভিকটিম সিরাজুল ইসলাম জানতে পারে তার স্ত্রী ডলি খাতুনের সাথে একই এলাকার নূর ইসলাম @ বাবু (৪৪) এর গোপন মেলামেশার সম্পর্ক আছে”।
“উক্ত বিষয়টি সম্পর্কে সিরাজুল ইসলাম তার স্ত্রী ডলিকে জিজ্ঞাসাবাদ করলে দুজনের মধ্যে ঝগড়া বিবাদ হয় এবং ডলি সিরাজুলকে মারধর করে। পরবর্তীতে ইং ২৪/০৮/২০১১ তারিখে পূর্বপরিকল্পিতভাবে ডলি খাতুন তার পরকীয়া প্রেমিক নুর ইসলাম @ বাবু (৪৪) এর সহযোগীতায় গভীর রাতে শ্বাসরোধ করে সিরাজুল ইসলাম’কে হত্যা করে। এ সময় সিরাজুল ইসলাম চিৎকার করলে প্রতিবেশী মুস্তাক, তার স্ত্রী ও তার মাকে নিয়ে সিরাজুলের বাড়িতে গিয়ে সিরাজুলের খোঁজ করলে, ডলি জানায় সিরাজুল গোসলে গেছে। তখন তারা পাশের পুকুরে গিয়ে সিরাজুল ইসলামের মৃত লাশ দেখতে পায় এবং বুঝতে পারে যে, ডলি খাতুন তার পরকীয়া প্রেমিক নুর ইসলাম @ বাবুর সহযোগীতায় সিরাজুলকে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে।
“উক্ত ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে মনিরামপুর থানায় ডলি খাতুন ও তার পরকীয়া প্রেমিক নুর ইসলাম @ বাবু’র সহ অজ্ঞাত নামা কয়েকজনকে আসামী করে একটি হত্যা দায়ের করে। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী ডলি খাতুন (৪০) ও নূর ইসলাম @ বাবু (৪৪) উভয়ের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ইং ১৭/০৫/২০২৩ তারিখ বিজ্ঞ আদালত তাদেরকে আমৃত্যু কারাদন্ড সহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। উল্লেখ্য, আসামী নূর ইসলাম @ বাবু (৪৪) পূর্বেই আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে আছে”।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে অধিনায়ক জানান।