মোঃ সাহিদুল ইসলাম শাহীনঃ-
যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন নীলগঞ্জ মোড়স্থ “দেশ সেফটি ফোর্স প্রাইভেট লিমিটেড” নামক ভূয়া কোম্পানীর মাধ্যমে বিভিন্ন চাকুরী প্রত্যাশী ছেলে-মেয়েদের নিকট হতে প্রতারণা মূলক অর্থ আত্মসাতের মূলহোতা সহ মোট ০৩ জন সক্রিয় প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর কার্যালয়ের সদস্যরা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মাদ সাকিব হোসেন এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে”।
“ইং ১০/১০/২০২৩ তারিখে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন জামদিয়া এলাকার জনৈক মোঃ বায়েজিদ বোস্তামী (২৫) র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পে আসিয়া একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগে তিনি উল্লেখ করেন যে, তার ভুক্তেভোগী বোন মোসাঃ সোমা খাতুন গত অনুমান ০১ (এক) সপ্তাহ পূর্বে যশোর কোতয়ালী থানাধীন যশোর পৌরসভার ০৯নং ওয়ার্ডস্থ নীলগঞ্জ কোল্ড স্টোর মোড় যশোর টু খুলনা মহাসড়ক এর পূর্ব পার্শ্বের ছিদ্দিক প্লাজার দ্বিতীয় তলায় “দেশ সেফটি ফোর্স প্রাইভেট লিমিটেড” নামক একটি কোম্পানীতে চাকুরী পাওয়ার আশায় ৩৩০০/- (তিন হাজার তিনশত) টাকা দিয়ে ভর্তি হয়। তার বোন ছাড়াও আরো কমপক্ষে ২০/২৫ জন ৩৩০০/- (তিন হাজার তিনশত) টাকা করে দিয়ে ভর্তি হয়”।
“ভূয়া ঐ কোম্পানীর নামধারী পরিচালকগণ তাদের প্রত্যেকেই টি.টি, সিকিউরিটি গার্ড, রিক্রুটিং অফিসার, সুপার ভাইজার, ইন্সপেক্টর, গানম্যান (গান আবশ্যক) পদ সহ অন্যান্য আরো পদে নিয়োগের কথা বলে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। তার বোনের নিকট রেলওয়ের টিটি পদের চাকুরী দেওয়ার কথা বলে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা চেয়েছে”।
“গত ১২/১০/২০২৩ তারিখ রাতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত “দেশ সেফটি ফোর্স প্রাইভেট লিমিটেড” এ সরেজমিনে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পায় এবং উক্ত ভূয়া কোম্পানীর পরিচালকগণ র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ব্যবস্থাপনা পরিচালক আসামী (ক) মোঃ রাশেদুল হাসান (৪৬), পিতা- হাজী আঃ হামিদ, মাতা- রোকেয়া বেগম, সাং- সিটি কলেজ পাড়া, থানা- কোতয়ালী, জেলা- যশোর, (পরিচালক) (খ) মোঃ আশরাফুল আলম (৩৫), পিতা- মোঃ সোহরাব হোসেন, মাতা- মমতাজ বেগম, সাং- ফতেপুর, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর, (পরিচালক) (গ) মোঃ শরিফুল ইসলাম (৩৩), পিতা- মোঃ আবুল কাশেম, মাতা- মোসাঃ আয়শা খাতুন, সাং- মল্লিকপুর, থানা- ঝিকরগাছা, জেলা- যশোরদেরকে হাতেনাতে গ্রেফতার করে”।
“এ সময় উক্ত প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি এবং তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া কোম্পানি খুলে চাকরি দেওয়ার কথা বলে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করছে মর্মে স্বীকার করে জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রকল্পে চাকরি দেওয়ার কথা বলে বেকার ছেলে-মেয়েদের প্রলোভিত করার উদ্দেশ্যে অনলাইনের মাধ্যমে নিউজ প্রকাশ করে। ফলে হাজার হাজার বেকার ছেলে-মেয়েরা তাদের সাথে যোগাযোগ করে এবং তারা ছেলে-মেয়েদের চাকুরী দেওয়ার আশ্বস্ত করে বলে যে, আমাদের প্রতিষ্ঠানে ৩০০ টাকার ফরম পুরণ করে ভর্তি হতে হবে এবং এক সপ্তাহ মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে যার জন্য আরো অতিরিক্ত ৩০০০/- টাকা দিতে হবে। প্রশিক্ষণ শেষে আপনাকে চাকুরী প্রদান করা হবে”।
“সপ্তাহ শেষে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর জন্য যোগাযোগ করে তাদের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ চাওয়া হয় আর যাদেরকে রিক্রুটিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় তাদেরকে শর্ত দেওয়া হয়, প্রতি মাসে কমপক্ষে ০৪ জনকে রিক্রুট করতে না পারলে কোন বেতন ভাতা পাবে না। এমন পরিস্থিতি অনেকেই ০৭ দিনের তথাকথিত প্রশিক্ষণ শেষে তাদের সাথে আর যোগাযোগ করে না”।
“এভাবে এই প্রতারক চক্রটি সাধারণ মানুষের নিকট হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পূর্বেও তারা ঢাকার মধ্য বাড্ডা লিংক রোডে ইউনিক ফোর্স নামে একটি ভূয়া কোম্পানী খুলে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা মূলক বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। ইউনিক ফোর্স প্রতিষ্ঠানে রাশেদুল হাসান ছিলেন কথিত ম্যানেজিং ডাইরেক্টর, আশরাফুল ও শরিফুল ইসলাম ছিলেন অ্যাডমিন অফিসার”।
“ইউনিক ফোর্স প্রতিষ্ঠানের প্রতারণা জানাজানি ও র্যাব-১ কর্তৃক অভিযান পরিচালনা করা হলে (ক) মোঃ রাশেদুল হাসান (৪৬), (খ) মোঃ আশরাফুল আলম (৩৫) ও (গ) মোঃ শরিফুল ইসলাম (৩৩) পালিয়ে যায় এবং পরবর্তীতে গ্রেফতারকৃত প্রতারকগণ যশোরে “দেশ সেফটি ফোর্স প্রাইভেট লিমিটেড” নামক প্রতিষ্ঠান খুলে তাদের প্রতারণা মূলক কার্যক্রম অব্যাহত রাখে”।
“গ্রেফতারকৃত প্রতারকদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত (ক) ২৬ সেট দেশ সেফটি ফোর্স প্রাইভেট লিমিটেড এর বিভিন্ন নামের ভর্তি ও আবেদন ফরম, (খ) ১৬ টি ৫০ টাকার স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা (গ) ৫০ টাকার স্ট্যাম্পে লিখিত অভিভাবকের সম্মতিপত্র – ০৮ টি, (ঘ) সিকিউরিটি গার্ডের ক্যাপ – ৬৫ টি, (ঙ) সিকিউরিটি গার্ডের কালো প্যান্ট- ৩৬ টি, লেইনিয়ার-২০ টি, চ) সিকিউরিটি গার্ডের শার্ট – ৬০ টি, ৫৫ জোড়া শোল্ডার ব্যাচ, (ছ) ল্যাপটপ- ০১ টি, (জ) প্রিন্টার- ০১ টি, (ঝ) মাউস্- ০১ টি, (ঞ) কী বোর্ড- ০১ টি, (ট) ল্যাপটপ চার্জার- ০১ টি, (ঠ) মানি রিসিভ বই- ১১ টি, (ড) বুট – ০২ জোড়া, (ঢ) বিভিন্ন জনের নিকট হতে প্রতারণা মূলকভাবে আয়ের নগদ টাকা- ৬২৬৫০/- (বাষট্টি হাজার ছয়শত পঁঞ্চাশ) টাকা, (ধ) ০৩ (তিন) টি মোবাইল সেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়”।
অভিযোগকারী মোঃ বায়েজিদ বোস্তামী (২৫) বাদী হয়ে দায়ের করা যশোর জেলার কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৩, তারিখ-১৩/১০/২০২৩ ইং, ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড মূলে প্রতারণা মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদের ও জব্দকৃত আলামত সমূহ থানায় হস্তান্তর করা হয়েছে।