মোঃ ইমরান সরদার,স্টাফ রিপোর্টার,কলারোয়া,সাতক্ষীরাঃ- সাংবাদিকদের কন্ঠঃস্বর,সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য নিয়মিত লড়াই করা একটি শীর্ষস্থানীয় সংগঠনেরর নাম-“বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি(বিএমএসএস)’র সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা শাখার শুভ উদ্বোধণ আগামী ১৯ অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল ১০’৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। স্থানঃ-মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন,কলারোয়া,সাতক্ষীরা।
শুভ উদ্বোধণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ, জাতীয় সংসদ সদস্য (কলারোয়া-তালা),সাতক্ষীরা।
বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন-মোঃ মফিজুল ইসলাম লাভলু(উপদেষ্টা,”বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি”,কলারোয় শাখা,সাতক্ষীরা),শেখ রাফাত হোসেন(উপদেষ্টা,বিএমএসএস,কলারোয়া,সাতক্ষীরা,দপ্তর সম্পাদক,গুলসান প্রেসক্লাব,ঢাকা,স্টাফ রিপোর্টার-এশিয়ান টিভি),শেখ আমজাদ হোসেন(সদস্য,জেলা পরিষদ,সাতক্ষীরা),মাফুজা সুলতানা রুবি(সংরক্ষিত মহিলা সদস্য,জেলা পরিষদ,সাতক্ষীরা),কৃষ্ণা রায়( নির্বাহী অফিসার,কলারোয়া,সাতক্ষীরা),মোহাম্মদ মোস্তাফিজুর রহমান(ওসি,কলারোয়া থানা,সাতক্ষীরা)।
এছাড়াও অনুষ্ঠানে বৃহত্তর সাতক্ষীরা জেলার সকল উপজেলার শিক্ষানুরাগী,লেখক, কবি,সাহিত্যিক সাংবাদিক,বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন বলে অনুষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।