মোঃ সাহিদুল ইসলাম শাহীন: যশোর জেলার চৌগাছা উপজেলায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে যশোর জেলা সদর গোয়েন্দা শাখা(ডিবি)’র সদস্যরা।
যশোর জেলা সদর গোয়েন্দা শাখা কার্যালয় সূত্রে জানা গেছে,গোপণ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ অক্টোবর ২০২৩ ইং) তারিখ ভোর ৪টার দিকে ডিবি যশোর কার্যালয়ের এসআই (নিঃ) কাজী আব্দুল মান্নান, এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ) গৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান চালায়।
উক্ত থানাধীন নগর বর্নি গ্রামস্থ জনৈক মুক্তারের বাড়ির সামনে চুলকানির মোড় টু শুখপুকুরিয়া গামী সলিং রাস্তার উপর হইতে পলাতক আসামীদের ফেলে যাওয়া ১০০ (একশত) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে।
উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য আনুমানিক ৩,০০,০০০/= (তিন লাখ) টাকা।
এ সংক্রান্তে এসআই (নিঃ) কাজী আব্দুল মান্নান বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।