নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা বউবাজার এলাকায় নিজস্ব অর্থায়নে ১শত পরিবারের মাঝে চাউল বিতরন করেন মীর হোসেন মীরু।
মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মিরু বাসায় গরিব দুঃস্থদের মাঝে এ চাউল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসীম উদ্দীন, ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও কুতুবপুর ইউনিয়ন ৪-৫-৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদার , আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক, আনোয়ার ডাক্তার, মোঃ সোহাগ প্রমুখ।
চাউল বিতরণ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে আলাউদ্দিন হাওলাদার বলেন, আওয়ামী লীগ সরকার আসার পরে এদেশে অনেক উন্নয়ন কাজ হয়েছে তা আপনারা নিজেরাই দেখেছেন, জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন তাই আপনাদের সকলকে অনুরোধ করে বলছি সবাই একটি করে নৌকায় ভোট দিবেন। আগামী নির্বাচনকে সামনে রেখে জননেতা আলহাজ্ব এ কে এম শামীম ওসমান কুতুবপুর ও ফতুল্লার নেতাকর্মীদের ডেকেছেন। তিনিও নির্বাচনের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবেন।
তিনি আরো বলেন, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করবেন, আর নৌকা মার্কায় ভোট না দিলে কেউ শান্তি মত ঘরে থাকতে পারবেন কারন ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি যে নির্যাতন করেছে তা আপনারা দেখেছেন, বিএনপি যদি ক্ষমতায় আসে আপনারা কোনদিন শান্তিতে ঘুমাতে পারবেন না তাই দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে হবে।
স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর হোসেন মিরু বলেন, আমার নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমানের নির্দেশই আমি আপনাদের পাশে সব সময় আছি আমি নতুন নয় সব সময় পাশে থাকি যখন যার যা কিছু প্রয়োজন পড়ে আমার স্বাধ্য হলে আমি দেওয়ার চেষ্টা করি।সব সময় আপনাদের পাশে যেন দাঁড়াতে পারি আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দেন আমার নেতা আলহাজ্ব একে শামীম ওসমানও আমার জন্য দোয়া করবেন যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারে।