নারায়নগঞ্জ সদর উপজেলার সেহাচর ইয়াদ আলী মসজিদ এলাকায় প্রশাসনের নাকের ডগায় একাধিক মাদক মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী সাউথ সোহেলের রমরমা মাদক ব্যবসা।
দীর্ঘদিন ধরে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাউথ সোহেল ফতুল্লার ইয়াদ আলী মসজিদ,উকিল বাড়ি এলাকায় মাদকের বিশাল সিন্ডিকেট গরে তুলেছে । তবে প্রশাসনের তেমন কোন ভূমিকা না থাকার কারণে ইয়াদ আলী মসজিদসহ আশপাশ এলাকায় মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।
ইয়াদ আলী মসজিদ এলাকার ইব্রাহিমের পালিত ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাউথ সোহেলের মাদকের এই বিশাল বাজার নিয়ন্ত্রণে তাদের রয়েছে উঠতি বয়সী এক শ্রেনীর মাদকাসক্ত সন্ত্রাসী বাহিনী। তাদের নিকট থেকে সুবিধা নিয়ে সকল প্রকার সহোযোগিতা করে আসছে বিশেষ পেশার একাধিক ব্যক্তি । তাছাড়া ক্ষমতাসীন দলের কিছু পাতি নেতাদের ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা এবং থানা পুলিশের একাধিক সোর্সকে ম্যানেজ করে ইয়াদ আলী মসজিদ ও উকিলবাড়ি মোড়সহ আশপাশ এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছে এমনটাই অভিযোগ স্থানীয়বাসীর।
ফতুল্লা মডেল থানার কয়েক কিলোমিটারের মধ্যে এই ইয়াদ আলী মসজিদ এলাকা। তবে চিহ্নিত এই মাদক ব্যবসায়ী সাউথ সোহেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকলেও প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছে।
এ বিষয়ে এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা এলাকার যুবসমাজকে মাদকের হাত থেকে বাচাতে এই চিহ্নিত মাদক ব্যবসায়ী সাউথ সোহেলকে জরুরী ভাবে গ্রেফতার করার জন্য পুলিশ সুপার ও র্যাব এর আশুহস্তক্ষেপ কামনা করেছে এলাকার সচেতন মহল।