স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ৯শ পিস অবৈধ ট্যাবলেট সহ মো. শহিদুল ইসলাম (৩৫) কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় অবৈধ ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।
আটক শহিদুল ইসলাম সাদিপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামে আসামী শহিদুলের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ৯শ পিস Tapentadol Tablets সহ একজনকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।