মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:-বরগুনার আমতলীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্দোগে উপজেলার ৩০ জন অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ১ লাখ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপকরন ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু জাহের।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন অসহায় শিক্ষার্থী বাছাই করে তাদের মাঝে জনপ্রতি (একেক জন শিক্ষার্থীকে) নগদ ৪ হাজার টাকা ও ১ হাজার টাকার শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
ওই বিষয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রজেক্ট সুপারভাইজার রানা আহমেদ বলেন, প্রান্তিক পর্যায়ে শিক্ষার প্রসার ঘটাতে সারা বছরই আমরা এই শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম করে থাকি। বিষেয় করে নারী শিক্ষার প্রসারে আমরা কাজ করে যাচ্ছি।
প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু জাহের তার বক্তব্যে বলেন, বিদ্যানন্দ দীর্ঘদিন যাবত বিভিন্ন কল্যাণ মূলক কাজ করে আসছে। অসহায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান খুবই ভাল একটা উদ্যোগ। প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার প্রসার ঘটাতে সরকারের পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আশাকরি তাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।