মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের এক বিএনপি নেতার বাড়ী থেকে তার পালিত ৪টি গরু চুরি করে নিয়ে গেছে চোঁরের দল। ওই বিষয়ে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার কুকুয়া ইউনিয়নের বিএনপি’র সভাপতি ও ওই ইউনিয়নের কালীপুড়া গ্রামের বাসিন্দা রুস্তুম আলী আকনের বসতবাড়ীর গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোঁরের দল তার পালিত কালো রংয়ের ৩টি গাভীন গরু ও ১টি লাল রংয়ের বাছুর গরু চুরি করে নিয়ে পালিয়ে যায়। আজ শুক্রবার সকালে গোয়াল ঘরে দেখেন তালা ভাঙ্গা ও ৪টি গরু নেই। সারাদিন বিভিন্ন জায়গায় খোজাখুজি করে কোথাও চুরি যাওয়া গরুগুলো কোথাও না পেয়ে সন্ধ্যায় আমতলী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। চুরি হওয়া গরুগুলো বাজার মূল্য অনুমান সাড়ে তিন লক্ষ টাকা।
কুকুয়া ইউনিয়নের বিএনপি’র সভাপতি রুস্তুম আলী আকন বলেন, আমার বাড়ীর গোয়াল ঘরের তালা কেটে চোঁরের দল আমার পালিত ৪টি গরু চুরি করে নিয়ে গেছে। বিষয়টি পুলিশকে জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাকোওয়াত হোসেন তপু বলেন, গরু চুরির ঘটনায় মালিক থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। তদন্ত করে গরুগুলো উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।