মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:-“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থাণীয় সরকার” ওই ¯স্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় স্থাণীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মেলা উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় আমতলী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে বানার্ঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে পুনঃরায় উপজেলা পরিষদ চত্ত¡র এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আশরাফুল আলম এর সভাপতিত্বে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ এমএ কাদের মিয়া, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ আবুল কালাম সামসুদ্দিন শানু, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, মোঃ আখতারুজ্জামান বাদল খান, মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, মোঃ রফিকুল ইসলাম রিপন, প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ আবদুল মুনয়েম সাদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল ইসলাম।
উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন, যুব উন্নয়ন অফিসার মোঃ সাইফুর রহমানসহ সকল সরকারী দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের নারী ও পুরুষ সদস্য, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা আমতলী উপজেলা পরিষদ মাঠে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলায় উপজেলা প্রশাসন ও পৌরসভাসহ বিভিন্ন সরকারী দপ্তরের ১৮টি স্টল ঘুরে দেখেন। আগামী তিন দিন ওই মেলায় বসেই স্ব-স্ব দপ্তরের সেবা প্রদান করবেন।