সিদ্ধিরগঞ্জের জালকুড়ি নাইস্তারপাড় এলাকার ভুমিদস্যু আবদুস সামাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পুর্ব জালকুড়ি নাইস্তারপাড় এলাকার মৃত.হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা। শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর ) বিকেল ৩টায় উত্তর চাষাড়াস্থ এনএএন টিভি সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পেশ করেন মৃত.হাবিবুর রহমানের একমাত্র ছেলে ওমর ফারুক। তিনি বলেন আমার পিতা- মরহুম হাবিবুর রহমান, মাতা- খাদিজা বেগম ও আমার মামা নুরুল হক যথাক্রমে- ০২/১২/১৯৯১, ০২/১২/১৯৯১ ও ০৩/০৯/১৯৯২ তারিখে ৩৯৬০, ৩৯৬১ ও ২৮৯৯ নং দলিলমূলে জালকুড়ি নাইন্ডারপাড়া ৬ শতাংশ, ৬ শতাংশ ও ৩ শতাংশ সর্বমোট ১৫ শতাংশ জমি ক্রয় করে। আব্বা আম্মা ও মামা যথাক্রমে- ৯ শতাংশ, ৩ শতাংশ ও ৩ শতাংশ সর্বমোট ১৫ শতাংশ ভূমি তাদের নিজ নিজ নামে গত ০৭/০৮/১৯৯৪ইং তারিখ এস.এ নামজারী করে। কিন্তু আমাদের প্রতিবেশী পিয়ার আলীর ছেলে ভূমিদস্যু আবদুস সামাদ জালিয়াতির মাধ্যমে গত ০৩/১১/২০২১ইং তারিখে আমাদের এই ১৫ শতাংশ ভূমি হইতে ১১ শতাংশ ভূমি নিজ নামে আর.এস নামজারী করিয়ে নেয়। এই ঘটনা আমরা জানার পর এই নামজারীর বিরুদ্ধে একটি মিস কেস দায়ের করি। কিন্তু এই ছিল আদালত থেকে বার বার সমন পাঠানোর পরও তারা এখন পর্যন্ত আদালতে উপস্থিত হয় নাই। এই মিস কেস দায়ের করার পর হতে আমাদের উপর শুরু হয় অন্যায়, অত্যাচার ও পেশীশক্তির প্রদর্শন। আবদুস সামাদ এই এলাকার স্থায়ী বাসিন্দা। এলাকার অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের সাথে তার উঠাবসা। যেখানে এই এলাকায় আমাদের কোন নিকট আত্মীয় স্বজনও নেই। এরই ধারাবাহিকতায় আব্দুস সামাদ গত ২৭ জুন সকাল ১১টায় আমাদের বাসায় এসে আমাকে না পেয়ে আমার মা খাদিজা বেগমকে মিস কেস প্রত্যাহার করে তার সাথে সমঝোতায় বসার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ জান মালের ক্ষতির হুমকি দিয়ে যায়। এই ঘটনার পর আমরা সিদ্ধিরগঞ্জ থানায় গত ৭ জুলাই একটি সাধারণ ডায়রী করি। এই ডায়েরী করার পর আব্দুস সামাদ ও তার পরিবারের লোকজন আমাদের উপর আরও ক্ষিপ্ত হয়ে যায়। যার ফলশ্রুতিতে আবদুস সামাদ ও ৫/৬ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সন্ধ্যা সাড়ে ৬ টায় অতর্কিত ভাবে আমাদের পরিবারের উপর হামলা চালায়। এ সময় আবদুস সামাদ তার হাতে থাকা রাম দা দিয়ে আমার স্ত্রী ইসমত আরার মাথায় কোপ দেয়। এই ঘটনার পর আমরা সিদ্ধিরগঞ্জ থানার মামলা করি। কিন্তু তারা থানায় প্রভাবশালী হওয়ায় স্থানীয় কোন লোক এতবড় ঘটনা ঘটার পরও তাদের বিরুদ্ধে স্বাক্ষী পর্যন্ত দিতে রাজী হয় নাই। মামলা করার পর স্থানীয় ৫ জন ব্যক্তি গত ১৪ আগষ্ট রাত ১২ টায় আমাদের বাসায় আসে এবং আমাদেরকে মামলা উত্তোলন করার জন্য হুমকি দিয়ে যায়। তারা এ ও বলে যায় মামলা উত্তোলন না করলে আসামীরা জামিনে আসবে এবং এরপর এর পরিনতি খুব ভয়াবহ হবে। এই ঘটনা জানিয়ে আমরা থানায় একটি জি.ডি করি।
মূল আসামী আবদুস সামাদ গত ১১ সেপ্টেম্বর আদালতে উপস্থিত হয়ে জামিনে আসে। জামিনে আসার পর আবদুস সামাদ কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী সহ দেশিয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়ীর আশেপাশে মহড়া দিচ্ছে। যার জন্য আমি আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তা হীনতায় আছি। এমনকি আমার একমাত্র স্কুল পড়–য়া মেয়েকে আমি স্কুলে পাঠাতে পারছি না। তাই আমি ও আমার পরিবারের জানমাল রক্ষার জন্য আপনাদের মাধ্যমে আমাদের অভিভাবক, আমাদের জন প্রতিনিধি নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান শামীম মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি তিনি যেন এই ভূমি দস্যুদের হাত থেকে যেন আমাদের রক্ষা করেন। পাশাপাশি জেলা প্রশাসকের কাছে আকুল আবেদন করছি তিনি যেন তদন্তপূর্বক অতিবিলম্বে আমাদের মিস কেসটি সমাধান করে আমাদের নিজ নামে নামজারী করার ব্যবস্থা করেন।
আমি ও আমার পরিবার এসপি মহোদয়ের কাছে আকুল আবেদন করছি যেন তিনি তদন্তপূর্বক এসব জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওমর ফারুকের মা খাদিজা বেগম,স্ত্রী ইসমত আরা আইভী ইলা,খাদিজা বেগম,খন্দকার শিবলী নোমান,ইউসুফ আলী,বিলকিস আকতার প্রমুখ।