মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলীতে ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এ্যান্ড হাসপাতালের উদ্যোগে আই সার্জারী সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে আমতলী হাসপাতাল সংলগ্ন পৌরসভার ৭নং ওয়ার্ডে ওই সার্জারী সেন্টারটি চালু করা হয়।
ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এ্যান্ড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল এ.কে.এম অখতারুজ্জামান (অবঃ) এর সভাপতিত্বে আই সেন্টারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনার সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুল হক, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ এমএ কাদের মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনায়েম সাদ, ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এ্যান্ড হাসপাতালের উপদেষ্টা জাহিদা ইস্পাহানী, ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এ্যান্ড হাসপাতালের কমিউনিটি সার্ভিসের পরিচালক গাজী নজরুল ইসলাম ফয়সাল ও ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান প্রমুখ।