মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলীতে বেসরকারী সংস্থা ফুড ফর দ্যা হাংগরী (এফএইচ) চাওড়া কমিউনিটি আমতলী এরিয়া প্রোগ্রামের উদ্যোগে নারী ও শিশু সংবেদনশীল দূর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক সচেতনেতা বৃদ্ধি ও আগাম সতর্ক বার্তা প্রচারাভিযান র্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ৩টায় বৈঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র্যালীটি শুরু হয়ে বৈঠাকাটা বাজার প্রদক্ষিণ করে পুনঃরায় ওই বিদ্যালয়ে ফিরে আসে। র্যালীতে উপকারভোগী, শিক্ষক, জনপ্রতিনিধি, সমাজসেবক, সাংবাদিক ও স্থানীয় পুরুষ- মহিলারা অংশ নেয়। পরে বিদ্যালয় প্রাঙ্গনে চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খানের সভাপতিত্বে ও এফএইচ এসোসিয়েশন এর চাওড়া কমিউনিটি টিম লিডার শামসুন্নাহার লাভলীর উপস্থাপনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা, আমতলী রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হায়াতুজ্জামান মিরাজ। উপস্থিত ছিলেন ইউপি সদস্য নজরুল ইসলাম মাতুব্বর, মোঃ জসিম উদ্দিন গাজী, সাবেক ইউপি সদস্য শাহ আলম ঘরামী, সমাজসেবক মহিবুল্লাহ কিরন প্রমুখ। এফএইচ এসোসিয়েশন এর চাওড়া কমিউনিটি টিম লিডার শামসুন্নাহার লাভলী জানান, বর্তমানে চাওড়া ইউনিয়নের ৬টি গ্রামের ৩৭৫অতিদরিদ্র শিশুদের বাচাই করে তাদের লেখাপড়া, স্বাস্থ্যসেবাসহ নানাবিধ স্পন্সরসীপ দেয়া হচ্ছে। আলোচনা সভা শেষে উপকারভোগী শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে চাওড়া ইউনিয়নের ৬টি গ্রামের ২৫০ জন নারী ও পুরুষ অংশ নেয়।