নেত্রকোনা জেলা প্রতিনিধি, মোঃবাবুল:- নেত্রকোনা পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্্যালী কর্মসূচিতে পুলিশের বাধার মুখে দু,পক্ষের মাঝে সংঘর্ষ হয়।এ সময় ৪( চার)পুলিশ ও উপজেলা বি,এন, পি,র যুগ্নআহ্বায়ক,ইসতিয়াক আহমেদ(বাবু)র আহতের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ১ম সেপ্টেম্বর বেলা ৩( তিন) ঘটিকায উপজেলা বি,এন,পি,র কার্যালয়ের সামনে এঘটনা ঘটে।এ সময ঘটনার স্তল হতে ৪(চার)টি ককটেল উদ্ধার করে। আহত পুলিশ সদস্যরা হলেন,এস আই আলাল উদ্দীন,কনস্টেবল জাকারিয়া,রুহুল আমিন ওশহীদুল ইসলাম।পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানায়,উপজেলা বি,এন পির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে, আলোচনা সভার শেষে মিছিল নিয়ে খাদ্য গোদাম রোডস্ত বি,এন,পি,র আহ্বাযক,বাবুল আলম তালুকদারের বাসার সামনে পৌছলে পুলিশের বাধার মুখে পড়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ৪(চার) পুলিশ ও বি,এন,পির ১( এক) নেতা আহত হয়।এ সময় উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সরকার(৩৬)আব্দুল্লাহ আল হেলালী(,৩০) জাহাঈীর আলম তালুকদার (৪০) মোহাম্মদ আঃ কাদীর(৩৫) মোঃ আলামীন খান(৪৪) মোঃরাহাতুল ইসলাম রানা(২৪) মন্জু মিয়া(৪০) মোঃ লাল মিয়া(২২) মোঃ সোহরাব হোসেন (৪০) বকুল দত্ত, (২৫) মোঃ সোহাগ (৩৬) মোঃ মতিউর রহমান(৪৪) ওমস্তুুফা কামাল(৩১) নামের নেতা কর্মীদের গ্রেপ্তার করেন পুলিশ।উপজেলা বিএনপির আহবায়ক ,বাবুল আলম তালুকদার জানান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বি,এন,পির (৪৫) তম প্রতিষ্টা বার্ষিকি উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে শেষে শান্তি পূর্ন ্মিছিলে পুলিশ বাধার সৃষ্টি করে। এবং বি,এন,পি,র নেতা কর্মীদের গ্রেপ্তার করেছে। পুলিশ কেন,এধরনের ঘটনা ঘটিয়েছে,তা আমার জানা নেই।তিনি,এ ঘটনার তীব্র নিন্দা জানান।পূর্বধলা থানার অফিসার ইনসার্চ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বি,এন,পির প্রতিষ্টাবার্ষিকিতে দলীয কার্যালযে বিকাল (৪ টার) প্রোগ্রাম করার কথা তাকলেও পূর্ব পরিকল্পীত ভাবে লাটি সোটা ও ইট পাটকেল নিয়ে দলীয লোকজন রাস্তা অবরোধ করে ছিল করে ছিল,এতে জন সাধারনের চলাচল বিগ্ন ঘটছে বলেন,পুলিশের উপর বি,এন,পির নেতা কর্মীরা অতর্কিত হামলা চালায়।এ সময় ককটেল বিস্ফোরন, এবং ইট পাটকেল নিক্কেপ করতে থাকে।পরে ঘটনার স্তল থেকে (৪) টি ককটেল উদ্ধার ও (১৩) জনকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরও বলেন, বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতা আইনে (১৩) জন বি,এন,পির নেতার নাম উল্লেখ করা হয়েছে, এবং অজ্ঞাত নামা আরো অনেক,কে আসামী করা হয়েছে।