বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বরগুনার আমতলী উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, র্যালী ও আলোচনা সভার কর্মসূচি গ্রহণ করে।
শুক্রবার সকাল ১০টায় আমতলী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন। বিকেল তিনটায় দলীয় কার্যালয় থেকে র্যালী বের করার চেষ্টা করলে পুলিশ র্যালীটি বন্ধ করে দেয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক জালাল উদ্দিন ফকিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব তুহিন মৃধা, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু, জহিরুল ইসলাম মামুন, মকবুল আহমেদ খান, আলহাজ্ব মোঃ তারিকুল ইসলাম টারজান পৌর বিএনপি’র আহবায়ক কবির ফকির, সদস্য সচিব জালাল আহমেদ খানসহ ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, হামলা- মামলা ও পুলিশ দিয়ে আন্দোলন দমানো যাবে না। অনতিবিলম্বে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিদেশে সু-চিকিৎসা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্পন্ন করার জন্য জোর দাবী জানান।