সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের বসতবাড়িতে হামলা চালিয়েছে একদল হোন্ডা বাহিনী।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ২ টার দিকে তার বসবাসরত মিজমিজি পশ্চিমপাড়ার বাড়িতে এ হামলা চালানো হয়।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকাবাল হোসেন বলেন, গতকাল মধ্যরাতে একদল আওয়ামী সন্ত্রাসী হোন্ডা বাহিনী এসে আমার বাড়িতে হামলা চালায়। তাদের প্রত্যেকের হাতে দেশী অস্ত্রশস্ত্র ছিলো। তারা আমার বাড়িতে ভাঙচুর এবং বাড়ির গেটে একের পর এক ধাক্কা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এমন অবস্থায় আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে। হামলাকারীরা আমাদের এলাকার সেচ্ছাসেবক লীগ নেতা শফিকের ২ ছেলে সিমান্ত ও সিমন, গোলজার হোসেনের ছেলে সৌরভ, গিয়াসউদ্দিন টুলুর ছেলে মঈন, আব্দুল জলিল মেম্বারের ছেলে ফহাদসহ আরো অনেক এ হামলা চালিয়েছে।
হামলার বিষয়ে সেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক মুঠোফোনে জানান, ইকাবাল তার রাজনৈতিক ফায়দার জন্য আমার বিরুদ্ধে এমন কথা বলছে। আমার সঙ্গে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তার বিরোধ ছিলো ওইটাকে পুঁজি হিসেবে কাজে লাগাচ্ছে সে।
ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগের বিষয়ে তিনি বলে, আমার ছেলে এমন কিছুই করেনি এটা মিথ্যা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি।