কুতুবপুর চেয়ারম্যান বাড়িতে চলছে রমরমা মাদক ব্যবসা শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র বাসক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগরিকা ইসলাম।
তিনি তার প্রতিবাদ লিপিতে জানান,আমার ছেলের শাশুড়ি রেনু বেগমকে নিয়ে যে সংবাদ প্রচার হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত আমাকে ও আমার বিয়াইন রেনু বেগমকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচুক্তি মহল সাংবাদিক ভাইদের মিথ্যা সংবাদ দেয় আমাদের মান সম্মান নষ্ট করার জন্য। এই সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। আমি অসুস্থ মানুষ, আমার স্বামী ও ছেলে উভয়েই প্রবাসে থাকেন দীর্ঘ দিন যাবত আমি একটি সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োজিত রয়েছি আমি সব সময় জনসাধারণ ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আইনি সহায়তা পাইয়ে দিতে সাহায্য করে থাকি নিজে কোন অন্যায় করি না কাউকে কোন অন্যায় করতে দেখলে সাধ্য অনুযায়ী বাধা প্রদান করি, দীর্ঘ দিন যাবত অক্লান্ত পরিশ্রম করে যে সম্মানটুকু অর্জন করেছি তা এক নিমিষেই শেষ করে দেওয়ার পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। একই সঙ্গে অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাইদের ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠককে সঠিক তথ্য দেবে বলে আমি বিশ্বাস করি।