নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা থানা আলিগঞ্জ মাদ্রাসা রোড সংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরে ভেসে উঠলো অজ্ঞাতনামা অক্ষত যুবকের লাশ।
পাগলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই ইয়ার জানান সকাল ১১ টায় নৌ পুলিশের টিম খবর পেয়ে বুড়িগঙ্গা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি করার পর বিকাল চারটার সময় আলিগঞ্জ মাদ্রাসা রোড সংলগ্ন ভূমিরঙ্গা নদীর তীর হতে অজ্ঞাত নামা অক্ষত আনুমানিক ২৩ বছরের যুবকের লাশ উদ্ধার করতে পেরেছি।
এটি হত্যা না আত্মহত্যা পুলিশ কোন সূরাহ দিতে পারেনি। লাশের গায়ের রং শ্যাম বর্ণ চুলের রং কালো ও লম্বা ।মাথা ও কপাল স্বাভাবিক চোখ খোলা অর্ধগলিত জিব্বা বের হওয়া কামড় দেওয়া মুখখোলা নাক মুক দিয়ে তরল পদার্থ নিব্রত হচ্ছে লালা। বাম হাতে কুনুর নিচে পুরাতন চিহ্ন রয়েছে, পেট ও পিঠ স্বাভাবিক রয়েছে দুই হাত বাঁকানো হাতের পাতা আঙ্গুল স্বাভাবিক। পুরুষাঙ্গ ফুলা। লাশটিকে শনাক্ত করতে না পেরে মর্গে প্রেরণ করা হয়।