ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ ফরিদ আহমেদ লিটনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ আগষ্ট বিকেল সাড়ে ৪টায় ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন এলাকায় এ শোক দিবসের অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন, ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী আলহঅজ রাসেল আহমেদ মাসুম,রফিকুল ইসলাম প্রধান,।
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন,আসছে নির্বাচন নিয়ে আর্ন্তজাতিকভাবে চক্রান্ত হচ্ছে। বিশে^র প্রায় ৩৩টি বাংলাদেশের আসছে নির্বাচন নিয়ে প্রচুর মাথা ঘামাচ্ছেন। বিএনপি-জামাত জোট নির্বাচন নিয়ে দেশের পরিস্থিতি তৈরী করতে চাইছে তা কখন বাস্তবায়ন হবেনা। কারন জাতির জনকের কন্যা দেশের যে পরিমান উন্নয়ন করেছেন তা দেখে সহ্য হচ্ছেনা অনেক বিদেশীদের। তিনি আরও বলেন,বর্তমানে তারা বঙ্গোপসাগরে তারা ঘাটি নির্মান করতে চাইছে তা কখনও সম্ভব নয়।
তিনি আরও বলেন, সিরিয়া,ইরাক ও আফগানিস্তানসহ বিশে^র অনেক মুসলিক দেশগুলোকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কিন্তু আমরা মুজিব সৈনিকরা বেঁচে থাকতে কখনও হতে দেবোনা।
তিনি বলেন,বাংলাদেশের অনেক পরে সিঙ্গাপুর স্বাধীনতা অর্জন করে তারা এখন উন্নত রাষ্ট্র। অথচ আমরা এখনও তা পারিনি। কারন সিঙ্গাপুরের মানুষ তাদের প্রিয় নেতাকে হত্যা করেনি। কিন্তু বাংলাদেশের কতিপয় মানুষ বঙ্গবন্ধুকে তার স্বপরিবারে হত্যা করে ৭৫’এ একটি কালো অধ্যায় তৈরী করেছে। সেই কুচক্রী মহল এখনও পর্যন্ত পায়তারা করছে দেশে আরেকটি ১৫ আগষ্ট রচনা করতে যা কখনও করতে দেয়া হবেনা।
তিনি আরও বলেন, শেখ হাসিনা আওয়ামীলীগের কেউ না কিন্তু বাংলাদেশের সম্পদ। তাকে বাচিঁয়ে রাখাটা আপনার আমার সকলে দ্বায়িত্ব।পরে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।