১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল হাওলাদারের উদ্যোগে কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ অসহায় নারী ও পুরুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মো: শাহাদাৎ হোসেন সেন্টু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. হুমায়ুন কবির, শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সভাপতি পিয়াস আহমেদ সোহেল, সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, সহসভাপতি অহিদুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ সহ অন্যান্য নেতাকর্মীরা।