ইমতিয়াজ আহমেদ রাসেল:- স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ই আগস্ট) দুপুরে সেহাচর তক্কারমাঠ এলাকায় কুতুবপুর ইউপি ৮ নং ওয়ার্ড সদস্য শেখ মোঃ ইমান আলীর উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ এসময় উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম রাহাত, প্রবীন আওয়ামীলীগ নেতা, খোরশেদ আলম, আবদুল সালাম, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মো: শাহাদাৎ হোসেন সেন্টু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. হুমায়ুন কবির, শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সভাপতি পিয়াস আহমেদ সোহেল, সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, সহসভাপতি অহিদুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ সহ অন্যান্য নেতাকর্মীরা।
আলোচনা পর্ব শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার শহীদ পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও তবারক বিতরণ করা হয়।