মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান (২৬) নামে এক সংবাদকর্মী নিহত ও অপর ৫ জন আরোহী আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সড়কের সেকান্দারখালী (বান্দ্রা) এলাকায় দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান নিহত হয়। নিহত মেহেদী দুমকি উপজেলার উত্তর পাঙ্গাশিয়া গ্রামের মোঃ শাহআলম মিয়ার ছেলে ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশাল সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার।
দূর্ঘটনায় দু’টি মোটর সাইকেলের আরোহী সাদিয়া (২২), বায়েজীদ পাহলান (২০), নাজমুল হোসেন (১৮), মো. জাহিদ (২০) আহত হয় ।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, পরিবারের আবেদনের পরিপেক্ষিতে নিহত মেহেদির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।