নেত্রকোনা জেলা প্রতিনিধি,মোঃবাবুল:- ১৯৭১ সালের ২৬ জুলাই নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী নাজিরপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ হয়। এতে ৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। নাজিরপুরের অদূরে ভারত সীমান্তসংলগ্ন লেঙ্গুরা এলাকায় তাঁদের সমাহিত করা হয়। নেত্রকোনাসহ বৃহত্তর ময়মনসিংহের মুক্তিযোদ্ধারা প্রতিবার দিনটিকে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস হিসেবে পালন করেন।
বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে যুদ্ধ দিবস পালন করার জন্য সিদলি বাজার হইতে একটি বিশাল মিছিল নিয়ে আনন্দপুর পৌছতেই পুলিশের বাধার মুখে পড়তে হয় বিএনপি নেতা কর্মীদের।
এ বিষয়ে, ব্যারিস্টার কায়সার কামাল বলেন, স্বাধীন দেশে যুদ্ধ দিবস ও পালন করা যাচ্ছে না। সব জায়গাতে আমরা অবহেলিত হামলা মামলা দিয়ে আমাদেরকে থামিয়ে রাখা যাবে না, আজকের এই দিনটাও আমাদের জন্য স্মরণীয় হয়ে রইল।
মিছিলে উপস্থিত ছিলেন, কৈলাটি ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান, নেত্রকোনা জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক এবং কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রুবেল ভূঁইয়া, কৈলাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাইদ মন্ডল, সাধারন সম্পাদক মোঃ শাজাহান কবীর, সাংগঠনিক সম্পাদক মানিক আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ মিয়া, মোঃরাইছুল ইসলাম, সুজন মাষ্টার)দপ্তর সম্পাদক, ৭নং কৈলাটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ রতন খান, সাধারন সম্পাদক সুজন মিয়া,ইউনিয়ন যুব দলের আহবায়ক রেজুয়ার হোসেন (বিল্লাল) সদস্য সচীব মোঃ জয়নাল আবেদীন,সংগ্রামী সভাপতি মোঃসোহাগ মিয়া, বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ মজিব (জয়) স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃবায়েজীদ,কলমাকান্দা জুয়েল আকন্দ যুগ্ন আহবায়ক ইউনিয়ন যুবদল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নাজির পুরে পাক হানাদার বাহির সাথে মোখোমোখী যুদ্ধে শহীদ হন মোঃজামাল উদ্দীন,ডাঃ আব্দুর আজিজ,মোঃফজলুল হক,মোঃইয়ার মাহমুদ,ভবতোষ চন্দ্র দাস,মোঃ নুরুজ্জামান,দ্বীজেন্দ্র চন্দ্র দাস,ও কিশোর কালা মিযা,১৯৭১ সালের২৭শে জুলাই,সন্ধ্যায় কলমাকান্দা লেঙ্গুরার ফুলবাড়ী নামক স্থানে ভারত বাংলাদেশ সীমান্তে ১১৭২ নাম্বার পিলারের কাছে তাদের সমাহিত ও দাহকার্য সম্পুর্ন করা হয়।