নারায়ণগঞ্জে কুষ্ঠরোগ বিষয়ক নিয়ে সাংবাদিকদের আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন...

“এখনই কাজ শুরু করি,কুষ্ঠরোগ নির্মূল করি” এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ জেলায় ইলেক্ট্রনিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কুষ্ঠরোগ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৬ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের উত্তর চাষাড়া অবস্থিত এনএএন টিভি পুরাতন কার্যালয়ে দ্যা লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় এ আলোচনা সভাটি ।

 

দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার মনিকা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্যা লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের টেকনিক্যাল সাপোর্ট অফিসার মি.এ্যান্থনী কুইয়া, দ্যা লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মি.খোকন বাড়ৈ।

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি ও দৈনিক প্রতিদিনের নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার মোঃ শহীদুল্লাহ রাসেল,আমাদের নতুন সময়ের স্টাফ রিপোর্টার মোস্তাক আহমেদ শাওন, এনএএন টিভি এর চীফ নিউজ রিপোর্টার পারভেজ শরীফ, আজকের পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাবিত আল হাসান, সংবাদ এর জেলা প্রতিনিধি আফসানা আক্তার,আমার সংবাদের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক বাংলা ৭১ এর স্টাফ রিপোর্টার মোঃ শান্ত, দ্যা বাংলা এক্সপ্রেস এর প্রকাশক ও সম্পাদক উজ্জ্বল হোসাইন,দৈনিক আজকের নীরবাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ রফিকুল্লাহ রিপন, যুগের চিন্তার স্টাফ রিপোর্টার মোঃ সুলতান, দৈনিক অগ্রবানী প্রতিদিনের স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন সজীব, সময় নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার সারজাহান দোলন, জাগো নারায়ণগঞ্জের বিশেষ প্রতিনিধি গাফফার লিটন, দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার মনিকা আক্তার, এনএএন টিভি এর রিপোর্টার শফিকুল ইসলাম সাগরসহ বিভিন্ন ইলেক্ট্রনিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

এই সময় আলোচনা সভায় কুষ্ঠ রোগ সম্পর্কে সাংবাদিকদের মাঝে কুষ্ঠ রোগ নিয়ে প্রেজেন্টেশন ও কুষ্ঠরোগ কি,কুষ্ঠরোগের কারণ,কুষ্ঠরোগের লক্ষণ,কুষ্ঠ রোগ কেন হয়,কুষ্ঠরোগের ধরণ,কুষ্ঠরোগের প্রকারভেদ,কুষ্ঠরোগ নির্ণয় করা হয় কীভাবে,কুষ্ঠরোগের চিকিৎসা,এই রোগ নিয়ে জাতীয় কার্যক্রম ও সামাজিক দায়িত্ব নিয়ে করেন দ্যা লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের টেকনিক্যাল সাপোর্ট অফিসার মি.এ্যান্থনী কুইয়া। এছাড়াও নারায়ণগঞ্জ জেলায় কুষ্ঠ রোগীর চিকিৎসা,রোগীদের রোগ থেকে প্রতিকার এবং কতজন চিকিৎসা সেবা নিচ্ছে,এই পর্যন্ত জেলায় কুষ্ঠ রোগ নিয়ে কি কার্যক্রম হয়েছে এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন দ্যা লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মি.খোকন বাড়ৈ।

 

এসময় কুষ্ঠ রোগ সম্পর্কে মি.এ্যান্থনী কুইয়া বলেন,কুষ্ঠরোগ বা হ্যানসেনের রোগ (এইচডি) নামেও পরিচিত মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রি বা মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রোমাটোসিস ব্যাকটেরিয়া দ্বারা দীর্ঘমেয়াদী সংক্রমণে স্নায়ু, শ্বাস প্রশ্বাসের নালী, ত্বক এবং চোখের ক্ষতি করতে পারে।এই রোগটি দুই ভাগে হয় পসি ব্যাসিলারি বা পিবি এবং মাল্টি ব্যাসিলারি বা এমবি। পসি ব্যাসিলারি রোগীদের ত্বক বা চামড়া দাগের সংখ্যা ১ হতে ৫ এর মধ্যে সীমিত থাকে আর এদের শরীরে খুব কম সংখ্যাক জীবানু থাকে। কিন্তু মাল্টি ব্যাসিলারি ত্বক বা চামড়ায় ৬ হতে অসংখ্যের মধ্যে সীমিত থাকে আর এদের শরীরে দাগের পরিবর্তে গুটি বা চামড়া মোটা হয়ে যেতে পারে। এই রোগে চামড়া ফ্যাকাশে দাগ-ছোপ দেখা দেয়,ত্বকে ছোট ছোট ফোঁড়ার মতো হয়,চামড়া শুষ্ক ও শক্ত হয়ে যায়,পায়ের পাতার নিচের অংশে ঘা হয়, মুখের বা কানের কিছু স্থানে ফুলে ওঠে, চোখের পাপড়ি ও ভ্রু পড়ে যায়,সংক্রমিত স্থান অসাঢ়তা অনুভব ও ঘাম হয়, অনেকে পঙ্গু হয়ে যান,পেশী দুর্বল হয়ে যায়, মুখের নার্ভ বা স্নায়ুতে প্রভাব পড়ায় অন্ধত্বের ঝুঁকি বাড়ে। কুষ্ঠ রোগ মারাত্মক আকার ধারণ করলে-হাত-পা অকেজো হয়ে যায়, আঙুল ও পা ছোট হয়ে যেতে পারে, পায়ের আলসার বা ঘায়ের কারণে তা কাটা পড়ে,নাক বিকৃত হয়ে যায়, চামড়ায় জ্বালা-যন্ত্রণা হয়।তাই এই রোগের লক্ষণ দেখা দিলেই সরকারি হাসপাতাল,বেসরকারি হাসপাতাল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্রæত বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে হবে এবং রোগীদের বিনামূলে ওষুধ প্রদান করা হয়।

 

তিনি আরো বলেন,পসি ব্যাসিলারি লেপ্রসির জন্য ৬ মাস এবং মাল্টি ব্যাসিলারির জন্য ১২ মাস চিকিৎসা মেয়াদ। এর মধ্যে এমডিটি ব্লিস্টার প্যাকের ওষুধ সেবন করতে হয়। পসি-ব্যাসিলারি রোগীদের ২টি ও মাল্টি-ব্যাসিলারি রোগীদের ৩টি ঔষধের সমন্বয়ে চিকিৎসা দেয়া হয়। রিফামপিসিন ও ড্যাপসন সমন্বয়ে চিকিৎসাকে বলা হয় পসি-ব্যাসিলারি রেজিমেন- বা পিবিআর এবং রিফামপিসিন, ড্যাপসন ও ক্লোফাজেমিন সমন্বয়ে চিকিৎসাকে বলা হয় মাল্টি-ব্যাসিলারি রেজিমেন বা এমবিআর।বাংলাদেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বক্ষব্যাধি ক্লিনিক, সরকারী ও বেসরকারী কুষ্ঠ হাসপাতালে কুষ্ঠরোগের চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায়। সারা দেশের ৬২৫টিরও বেশি চিকিৎসা কেন্দ্রের মধ্যে ২৫টি ‘এমডিটি’ চিকিৎসা কেন্দ্র কুষ্ঠরোগের প্রাদুর্ভাব বেশী এমন বিভিন্ন জেলার উপজেলা পর্যায়ে অবস্থিত। এ সকল চিকিৎসা কেন্দ্রে এমডিটি সহ অন্যান্য উপকরণ সরকার কর্তৃক বিনামূল্যে সরবরাহ করা হয়। প্রাথমিক পর্যায়ে কুষ্ঠরোগের চিকিৎসা নেয়া একান্ত জরুরী। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে কুষ্ঠরোগে অঙ্গ বিকৃতি বা বিকলাঙ্গতা হয় না।

 

খোকন বাড়ৈ বলেন,বাংলাদেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে কুষ্ঠ নির্মূলে জোরালো কর্মসূচি চলমান রয়েছে। সেই সাথে প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে কুষ্ঠমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করে যেতে আহ্বান জানিয়েছেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই নারায়ণগঞ্জ জেলাতে কুষ্ঠ রোগ নিয়ে আমরা কাজ করছি। বর্তমান নারায়ণগঞ্জ জেলায় ২২ জন কুষ্ঠ রোগী চিকিৎসাধীন রয়েছে এবং ইতিমধ্যে ৮ জন চিকিৎসা সেবার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে গেছে। চিকিৎসাধীন যারা আছে তারাও খুব শীঘ্রই চিকিৎসা সেবা নিয়মিত গ্রহন করলে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবে। আমাদের নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে জেলা সদর হাসপাতালে কুষ্ঠ রোগের চিকিৎসার ব্যবস্থা আছে। এ সব হাসপাতালে রোগ নির্ণয়ের জন্য জীবাণু নিরূপণ, স্কিন বায়োপ্সি, নার্ভ বায়োপ্সি ও অন্যান্য ইমিউনোলজিক্যাল পরীক্ষারও ব্যবস্থা আছে। দ্য লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিএলএমআই-বি) সহ বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনও হাসপাতাল ও ক্লিনিকের মাধ্যমে কুষ্ঠরোগীর চিকিৎসা করে যাচ্ছে। উপরন্ত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে কুষ্ঠ রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো (এমটিডি) বিনামূল্যে সরবরাহ করা হয়। তাই আপনাদের দৃষ্টিগোচর কেউ হলে আমাদের জানাবেন এবং কুষ্ঠরোগীকে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পাঠাবেন।

সর্বশেষ সংবাদ



» মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে মজিবুর রহমান

» শামীম-আইভীর আস্থাভাজন ডেভিলরা সনাতন ব্যানারে মুক্ত!

» ডেভিল বড় মিজান এখনও প্রকাশ্যে জামাতা আরাফাতের শেল্টারে

» সিদ্ধিরগঞ্জে ২’শ পিস ইয়াবাসহ যুবমহিলালীগ নেত্রী শায়লার ভাতিজা গ্রেফতার

» ফতুল্লায় শতাধিক মাদক স্পটে মাদক ব্যবসা জমজমাট

» আড়াইহাজারের লক্ষীপুরায় চাঁদার দাবীতে প্রবাসীকে হানিফ-আলভী বাহিনীর মারধর

» তীব্র গরমে ট্রাফিক পুলিশ ও রিকশা চালকদের মাঝে পানি-বিস্কুট-স্যালাইন বিতরণ

» রূপগঞ্জকে ক্লিন করার ঘোষণা দিলেন সেলিম প্রধান

» সড়ক দুর্ঘটনায় আহত না.গঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল নেতা নাজমুল হাসান বাবু

» মদ ও সিগারেট হাতে সমন্বয়ক পরিচয়ে ভিডিও ভাইরাল, মুখ খুললেন সেই নারী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, খ্রিষ্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে কুষ্ঠরোগ বিষয়ক নিয়ে সাংবাদিকদের আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন...

“এখনই কাজ শুরু করি,কুষ্ঠরোগ নির্মূল করি” এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ জেলায় ইলেক্ট্রনিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কুষ্ঠরোগ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৬ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের উত্তর চাষাড়া অবস্থিত এনএএন টিভি পুরাতন কার্যালয়ে দ্যা লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় এ আলোচনা সভাটি ।

 

দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার মনিকা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্যা লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের টেকনিক্যাল সাপোর্ট অফিসার মি.এ্যান্থনী কুইয়া, দ্যা লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মি.খোকন বাড়ৈ।

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি ও দৈনিক প্রতিদিনের নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার মোঃ শহীদুল্লাহ রাসেল,আমাদের নতুন সময়ের স্টাফ রিপোর্টার মোস্তাক আহমেদ শাওন, এনএএন টিভি এর চীফ নিউজ রিপোর্টার পারভেজ শরীফ, আজকের পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাবিত আল হাসান, সংবাদ এর জেলা প্রতিনিধি আফসানা আক্তার,আমার সংবাদের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক বাংলা ৭১ এর স্টাফ রিপোর্টার মোঃ শান্ত, দ্যা বাংলা এক্সপ্রেস এর প্রকাশক ও সম্পাদক উজ্জ্বল হোসাইন,দৈনিক আজকের নীরবাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ রফিকুল্লাহ রিপন, যুগের চিন্তার স্টাফ রিপোর্টার মোঃ সুলতান, দৈনিক অগ্রবানী প্রতিদিনের স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন সজীব, সময় নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার সারজাহান দোলন, জাগো নারায়ণগঞ্জের বিশেষ প্রতিনিধি গাফফার লিটন, দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার মনিকা আক্তার, এনএএন টিভি এর রিপোর্টার শফিকুল ইসলাম সাগরসহ বিভিন্ন ইলেক্ট্রনিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

এই সময় আলোচনা সভায় কুষ্ঠ রোগ সম্পর্কে সাংবাদিকদের মাঝে কুষ্ঠ রোগ নিয়ে প্রেজেন্টেশন ও কুষ্ঠরোগ কি,কুষ্ঠরোগের কারণ,কুষ্ঠরোগের লক্ষণ,কুষ্ঠ রোগ কেন হয়,কুষ্ঠরোগের ধরণ,কুষ্ঠরোগের প্রকারভেদ,কুষ্ঠরোগ নির্ণয় করা হয় কীভাবে,কুষ্ঠরোগের চিকিৎসা,এই রোগ নিয়ে জাতীয় কার্যক্রম ও সামাজিক দায়িত্ব নিয়ে করেন দ্যা লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের টেকনিক্যাল সাপোর্ট অফিসার মি.এ্যান্থনী কুইয়া। এছাড়াও নারায়ণগঞ্জ জেলায় কুষ্ঠ রোগীর চিকিৎসা,রোগীদের রোগ থেকে প্রতিকার এবং কতজন চিকিৎসা সেবা নিচ্ছে,এই পর্যন্ত জেলায় কুষ্ঠ রোগ নিয়ে কি কার্যক্রম হয়েছে এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন দ্যা লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মি.খোকন বাড়ৈ।

 

এসময় কুষ্ঠ রোগ সম্পর্কে মি.এ্যান্থনী কুইয়া বলেন,কুষ্ঠরোগ বা হ্যানসেনের রোগ (এইচডি) নামেও পরিচিত মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রি বা মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রোমাটোসিস ব্যাকটেরিয়া দ্বারা দীর্ঘমেয়াদী সংক্রমণে স্নায়ু, শ্বাস প্রশ্বাসের নালী, ত্বক এবং চোখের ক্ষতি করতে পারে।এই রোগটি দুই ভাগে হয় পসি ব্যাসিলারি বা পিবি এবং মাল্টি ব্যাসিলারি বা এমবি। পসি ব্যাসিলারি রোগীদের ত্বক বা চামড়া দাগের সংখ্যা ১ হতে ৫ এর মধ্যে সীমিত থাকে আর এদের শরীরে খুব কম সংখ্যাক জীবানু থাকে। কিন্তু মাল্টি ব্যাসিলারি ত্বক বা চামড়ায় ৬ হতে অসংখ্যের মধ্যে সীমিত থাকে আর এদের শরীরে দাগের পরিবর্তে গুটি বা চামড়া মোটা হয়ে যেতে পারে। এই রোগে চামড়া ফ্যাকাশে দাগ-ছোপ দেখা দেয়,ত্বকে ছোট ছোট ফোঁড়ার মতো হয়,চামড়া শুষ্ক ও শক্ত হয়ে যায়,পায়ের পাতার নিচের অংশে ঘা হয়, মুখের বা কানের কিছু স্থানে ফুলে ওঠে, চোখের পাপড়ি ও ভ্রু পড়ে যায়,সংক্রমিত স্থান অসাঢ়তা অনুভব ও ঘাম হয়, অনেকে পঙ্গু হয়ে যান,পেশী দুর্বল হয়ে যায়, মুখের নার্ভ বা স্নায়ুতে প্রভাব পড়ায় অন্ধত্বের ঝুঁকি বাড়ে। কুষ্ঠ রোগ মারাত্মক আকার ধারণ করলে-হাত-পা অকেজো হয়ে যায়, আঙুল ও পা ছোট হয়ে যেতে পারে, পায়ের আলসার বা ঘায়ের কারণে তা কাটা পড়ে,নাক বিকৃত হয়ে যায়, চামড়ায় জ্বালা-যন্ত্রণা হয়।তাই এই রোগের লক্ষণ দেখা দিলেই সরকারি হাসপাতাল,বেসরকারি হাসপাতাল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্রæত বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে হবে এবং রোগীদের বিনামূলে ওষুধ প্রদান করা হয়।

 

তিনি আরো বলেন,পসি ব্যাসিলারি লেপ্রসির জন্য ৬ মাস এবং মাল্টি ব্যাসিলারির জন্য ১২ মাস চিকিৎসা মেয়াদ। এর মধ্যে এমডিটি ব্লিস্টার প্যাকের ওষুধ সেবন করতে হয়। পসি-ব্যাসিলারি রোগীদের ২টি ও মাল্টি-ব্যাসিলারি রোগীদের ৩টি ঔষধের সমন্বয়ে চিকিৎসা দেয়া হয়। রিফামপিসিন ও ড্যাপসন সমন্বয়ে চিকিৎসাকে বলা হয় পসি-ব্যাসিলারি রেজিমেন- বা পিবিআর এবং রিফামপিসিন, ড্যাপসন ও ক্লোফাজেমিন সমন্বয়ে চিকিৎসাকে বলা হয় মাল্টি-ব্যাসিলারি রেজিমেন বা এমবিআর।বাংলাদেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বক্ষব্যাধি ক্লিনিক, সরকারী ও বেসরকারী কুষ্ঠ হাসপাতালে কুষ্ঠরোগের চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায়। সারা দেশের ৬২৫টিরও বেশি চিকিৎসা কেন্দ্রের মধ্যে ২৫টি ‘এমডিটি’ চিকিৎসা কেন্দ্র কুষ্ঠরোগের প্রাদুর্ভাব বেশী এমন বিভিন্ন জেলার উপজেলা পর্যায়ে অবস্থিত। এ সকল চিকিৎসা কেন্দ্রে এমডিটি সহ অন্যান্য উপকরণ সরকার কর্তৃক বিনামূল্যে সরবরাহ করা হয়। প্রাথমিক পর্যায়ে কুষ্ঠরোগের চিকিৎসা নেয়া একান্ত জরুরী। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে কুষ্ঠরোগে অঙ্গ বিকৃতি বা বিকলাঙ্গতা হয় না।

 

খোকন বাড়ৈ বলেন,বাংলাদেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে কুষ্ঠ নির্মূলে জোরালো কর্মসূচি চলমান রয়েছে। সেই সাথে প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে কুষ্ঠমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করে যেতে আহ্বান জানিয়েছেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই নারায়ণগঞ্জ জেলাতে কুষ্ঠ রোগ নিয়ে আমরা কাজ করছি। বর্তমান নারায়ণগঞ্জ জেলায় ২২ জন কুষ্ঠ রোগী চিকিৎসাধীন রয়েছে এবং ইতিমধ্যে ৮ জন চিকিৎসা সেবার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে গেছে। চিকিৎসাধীন যারা আছে তারাও খুব শীঘ্রই চিকিৎসা সেবা নিয়মিত গ্রহন করলে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবে। আমাদের নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে জেলা সদর হাসপাতালে কুষ্ঠ রোগের চিকিৎসার ব্যবস্থা আছে। এ সব হাসপাতালে রোগ নির্ণয়ের জন্য জীবাণু নিরূপণ, স্কিন বায়োপ্সি, নার্ভ বায়োপ্সি ও অন্যান্য ইমিউনোলজিক্যাল পরীক্ষারও ব্যবস্থা আছে। দ্য লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিএলএমআই-বি) সহ বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনও হাসপাতাল ও ক্লিনিকের মাধ্যমে কুষ্ঠরোগীর চিকিৎসা করে যাচ্ছে। উপরন্ত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে কুষ্ঠ রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো (এমটিডি) বিনামূল্যে সরবরাহ করা হয়। তাই আপনাদের দৃষ্টিগোচর কেউ হলে আমাদের জানাবেন এবং কুষ্ঠরোগীকে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পাঠাবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD