মশাহিদ আহমদ, মৌলভীবাজার:- মৌলভীবাজারে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর উদ্যোগে জেলার দুইজন প্রবাসীর বাড়ীতে ফলদ বৃক্ষ রোপন করা হয়েছে। আজ ১৭ জুলাই সদর উপজেলার শ্যামরকোনা বাজার এলাকার সিংকাপন গ্রামে একজন প্রবাসীর বাড়ী, ও হাসানপুর গ্রামে মৃতঃ একজন প্রবাসীর বাড়ীতে ফলদ বৃক্ষ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, জনশক্তি জরীফ কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান আকন্দ। মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন- জানান- “স্বজনের মুখ স্মরণ করি, বাংলার জমিন গাছে ভরি”। “লাগাব বৃক্ষ, তাড়াব দুঃখ” এই ¯েøাগানকে সামনে রেখে মহাপরিচালকের নির্দেশে জেলার ২জন প্রবাসীর বাড়িতে ফলদ বৃক্ষ রোপন করা হয়। একটি বৃক্ষ যেমন ফুল-ফল দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিক হয়ে উঠে, তেমনিভাবে প্রত্যেক প্রবাসী হয়ে উঠুক পরিবার ও দেশের আশা আকাঙ্ক্ষার প্রতিক।