নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় বাজার সংলগ্ন ব্রীজের পশ্চিম পার্শ্বের রাস্তাটি ভেংগে চুরে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে ব্যাঘাত করছে। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ২০১১ সালে আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেন প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পর কুঁড়েরপাড় ব্রীজের উভয় পার্শ্বের গাইড ওয়াল করেন উপজেলা এলজিইডির মাধ্যমে। যানবাহন ও মানুষের চলাচলের জন্য উক্ত রাস্তাটি নির্মাণ করেন।
দীর্ঘদিন যাবত চলাচল করায় গুরুত্বপূর্ণ রাস্তাটি যানবাহল চলাচলে অযোগ্য হয়ে পড়ে। পরবর্তীতে মতিউর রহমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার একবার ইউপি মেম্বারের মাধ্যমে রড ছাড়া সিসি ঢালাই দেয়ায় অল্প দিনের মধ্যে রাস্তাটি ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়।
অটো চালক অনিক জানান,রড বিহীন ঢালাই দেয়ায় রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে ভেঙ্গে পড়ে। এ ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার আব্দুল মান্নান মুঠোফোনে জানান,রাস্তা মেরামত করার জন্য ১০/১২ লাখ টাকা প্রয়োজন। উপজেলায় ডিও লেটার দেয়া হয়েছে। আশা করি একটু দেরী হলেও কাজ শুরু করা হবে।