নূরুল ইসলাম নূরু:- নারায়ণগঞ্জ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র একেএম অয়ন ওসমান ২৫ জুন (রবিবার) বিকেল সাড়ে ৫ টায় ফতুল্লায় মীর এগ্রো ফার্ম পরিদর্শন করতে আসেন। এ সময় ফার্ম ঘুরে তিনি একটি গুট্টি গরু পছন্দ করেন এবং এই গরুটি তিনি ফার্মে মালিক হতে ক্রয় করে নিয়ে যান। ফার্মের সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি পরিবেশ দেখে অয়ন ওসমান সন্তোষ প্রকাশ করেন এবং ফর্মের মালিক মীর শুভ’র ভূয়সী প্রশংসা করেন।
এ ব্যাপারে মীর এগ্রো ফার্মের মালিক মীর ওয়াসিফ আলী শুভ ওরফে মীর শুভ বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্টাতা সদস্য, ভাষা সৈনিক একেএম সামসুজ্জোহার সুযোগ্য পুত্র একেএম শামীম ওসমানের সুযোগ্য সন্তান তথা আগামী দিনের ওসমান পরিবরের কর্ণধার একেএম অয়ন ওসমান আমার ফার্ম পরিদর্শন করতে এসে আমাকে ¯েœহ মমতায় আবদ্ধ করেছেন, এ জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ, আমি তাঁর উজ্জ¦ল ভবিষ্যত কামনা করছি। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,ফতুল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি নূরুল ইসলাম নূরু,ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী,যুবলীগ নেতা রিপন খন্দকার, স ম বাচ্চু, তরুন খন্দকার, শেখ শাহিন, সাংবাদিক এর আর কুতুবে আলম,সাংবাদিক এম এ সুমন,এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, যুবলীগের নেতা কর্মী সহ আরো অনেকে।