মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ- মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে শহরের পশ্চিম বাজার এলাকার জনৈক খালেক মিয়ার লেবার কলোনীর বাসায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে খেলায় ব্যবহৃত তাস এবং নগদ টাকাসহ ৫ জুয়ারীকে আটক করা হয়েছে গত ১৭ জুন রাতে। আটককৃতরা হলেন- জাহাঙ্গীর মিয়া (৩৮),তাজুল ইসলাম (৪০), মোঃ অলি মিয়া (৫৫),মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া(৪০) ও আব্দুল কাশেম (৩৫)।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মৌলভীবাজার সদর মডেল থানার এসআই মোঃ বাসেদ মিয়া, এএসআই নুরুল ইসলামসহ পুলিশের একটি দল তাদেরকে আটক করে। এসময় আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে নগদ ৫ হাজার ৫৫০ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত তাস জব্দ করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ চৌধুরী জানান- এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশনা মোতাবেক মৌলভীবাজারকে জুয়া ও মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর।