খালেদ হোসেন টাপু:- রামুর বীর মুক্তিযোদ্ধা পরেশ বড়ুয়া পরলোক গমন করেছেন। শুক্রবার ভোর রাত ৪টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন এই মুক্তিযোদ্ধা।
মৃত্যুকালে ১ পুত্র, ২ কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি।
বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পরেশ বড়ুয়া কে গার্ড অব অনার মাধ্যমে রাষ্ট্রীয় সন্মান জানানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোছাইন বীর মুক্তিযোদ্ধা পরেশ বড়ুয়াকে রাষ্ট্রীয় সালাম দেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা পরেশ বড়ুয়াকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, রামু উপজেলা অফিসার ফাহমিদা মুস্তফা,
রামু মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আনছারুল হক ভুট্টো ও সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ হোসেন টাপু।
এসময় আরো উপস্থিত ছিলেন রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, সাবেক ডেপুটি কমান্ডার রনধীর বড়ুয়া, ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, রামু থানার ওসি আনোয়ারুল হোছাইন, বীর মুক্তিযোদ্ধা রমেশ বড়ুয়া, ফনিন্দ্র বড়ুয়া, সুখেন্দু বড়ুয়া, নুরুল আমিন, আলক বড়ুয়া, ফারুক আহমদ, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান,
রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, বর্তমান ইউপি সদস্য স্বপন বড়ুয়া ও সাবেক ইউপি সদস্য লিটন বড়ুয়া, মুক্তিযোদ্ধা সন্তান এজাওয়াত উল্লাহ মহাব্বত, অনিক বড়ুয়া, সাগর বড়ুয়া , সৌরভ বড়ুয়া, বাপ্পা বড়ুয়া, পার্থ বড়ুয়া ও অসিম বড়ুয়া প্রমূখ।
বিকেলে পূর্ব রাজারকুল সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় বড়ুয়া পাড়া শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
এদিকে রামুর বীর মুক্তিযোদ্ধা পরেশ বড়ুয়ার মৃত্যুতে রামু মুক্তিযোদ্ধা সংসদ, সকল মুক্তিযোদ্ধা বৃন্দ ও মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্রীড়া ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।