মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জ:- শহীদ সাইদুল হাসান বাপ্পীর ২২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৬ দিনব্যাপী কর্মসূচির ১ম দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩জুন বাদ যোহর শহীদ বাপ্পী সরণীতে রানার বন্ধু মহলের উদ্যোগে ও শীতলক্ষ্যা বাদ এশা শীতলক্ষ্যা ট্রেডার্স স্বওাধীকারী শহীদ ও ইদ্রিস উদ্যোগে মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়। বাদ যোহর বাপ্পী স্বরণীতে মিলাদ দোয়া করেন তামাকপট্রি বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ আশরাফুল ইসলাম। বাদ এশা কদমতলী বালুর মাঠ মিলাদ দোয়া করেন কদমতলী জামে মসজিদের ইমাম মুফতি বাকী বিল্লাহ খান।মিলাদে মোনাজাত করেন দক্ষিণ নলুয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মুহাম্মদ আবুল হাসান তৈয়্যেবি। মিলাদ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আলহাজ্ব রাশেদ নেওয়জ বাচ্চু আলহাজ্ব আনোয়ার হোসেন আলহাজ্ব বাবু আলহাজ্ব তারা মিয়া মজিবুর রহমান আলহাজ্ব কাদের প্রধান শহীদ বাপ্পীর বন্ধু সেলিম খোকন আবুল মিন্টু মোস্তফা কাউন্সিলর কামরুল হাসান মুন্নার বন্ধু পন্ডিত হোসেন রানার বন্ধু আফজল, ইমন, সোপম, হীরাসহ আরও অনেক।