অয়ন ওসমান ভাইয়ের আদেশ এর অপেক্ষায় আছি নয় তো এক মুহুর্ত লাগবে না ওইসব রনির মত কুলাঙ্গার দেরকে নারায়ণগঞ্জের মাটি থেকে নির্মুল করতে। এমনি কথা বলেন যুবলীগ নেতা ইমরান হোসেন ইদরান।
বুধবার (৭ জুন) দুপুরে পশিচম মধ্য রসুলপুর নোভা কমিউনিটি সেন্টারে জিয়াউর রহমান এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন যুবদলের আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একে এম শামীম ওসমানকে গডফাদার ও সন্ত্রাসী বলে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রনি।
এই বক্তব্যের প্রতিবাদে যুবলীগ নেতা ইমরান হোসেন ইদরান রনিকে হুঁশিয়ারি করে বলেন, এক মিনিট সময় লাগবে না রনির মতো ইডিয়েট কুলাঙ্গারকে নারায়ণগঞ্জ মাটি থেকে নির্মুল করতে।
ইমরান আরো বলেন,আজকে বি এন পির পাতি নেতা রনির বক্তব্য শুনলাম। আমার অবাক লাগে তারা নারায়ণগঞ্জের মাটিতে বসে কিভাবে একে এম শামীম ওসমান ও মাননীয় প্রধানমন্ত্রীর নামে বেফাঁস মন্তব্য করে। আর আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা দেখেও না দেখার ভান করে বসে থাকে। আমি একে এম শামীম ওসমানের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলতে চাই আমাদের আদর্শ একে এম অয়ন ওসমান ভাইজানের একটা ইশারাই যথেষ্ট এইসব কুলাঙ্গার দেরকে শায়েস্তা করতে। দলের ভেতরে ও বাইরে যে সকল কুলাঙ্গার রা ঘাপটি মেরে বসে আছে তাদের এখনি দমন না করা গেলে ভবিষ্যতে এর মাশুল আমাদের সবাইকে দিতে হবে। শুধুমাত্র আমার নেতা এ কে এম অয়ন ওসমান ভাইজানের আদেশ এর অপেক্ষায় আছি নয় তো এক মুহুর্ত লাগবে না ওইসব কুলাঙ্গার দেরকে নারায়ণগঞ্জের মাটি থেকে নির্মুল করতে।