নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপুকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বুধবার (৭ জুন) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের এক আদেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) আমীর খসরু।
জানতে চাইলে তিনি বলেন, কোন অভিযোগের প্রেক্ষিতে নয়, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ফতুল্লা থানায় ওসির দায়িত্বে কাউকে নিযুক্ত করা হয়নি।
যদিও পুলিশের একটি সূত্র জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে শেখ রিজাউল হক দিপুকে ফতুল্লা মডেল থানার চলতি দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
গত বছরের ১৫ মে ফতুল্ল মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ রিজাউল হক দিপু।