নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি ও বাংলাদেশ ট্যাংলরী ওর্নাস এসোসিয়েশন ফতুল্লা ডিপো যমুনা ও মেঘনা শাখার সভাপতি মীর সোহেল আলীর বাবা সাবেক গেজেটেড অফিসার প্রয়াত মীর মোজাম্মেল আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) বাদ যোহর বাংলাদেশ ট্যাংলরী শ্রমিক ইউনিয়ন যমুনা শাখা কার্যালয়ে আয়োজিত দোয়া অনুষ্ঠান উপস্থিত ছিলেন ট্যাংলরী ওর্নাস এসোসিয়েশন ফতুল্লা ডিপো যমুনা ও মেঘনা শাখার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন জাকির মিলন, ট্যাংলরী শ্রমিক ইউনিয়ন যমুনা শাখার যমুনা শাখার কার্যকারী সভাপতি আন মোঃ শাহিন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ নাসির, যুবলীগ নেতা রিপন খন্দকার, নুর মোহাম্মদ সাগর গাজী, মোঃ শাহিন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ রাজু খান।