নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের দক্ষিণ কুড়েরপাড় এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটে ইমন বাহিনীর হামলায় গুরুতর রক্তাক্ত জখম হয়েছে স্কুল ছাত্রী সুমাইয়া ও তার মা সমলা বেগম।
এ ব্যাপারে সমলা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সমলা বেগম জানান,তার মেয়ে সুমাইয়া কুঁড়েরপাড় আর্দশ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে। ইমন পথেঘাটে সুমাইয়াকে ডিস্টার্ব করে তার বড় ভাই হাসানকে বিয়ে করার জন্য। কিন্তু হাসান ইতিমধ্যে বরিশালের একমেয়েকে বিয়ে করেছিল সে ঘরে সন্তান রয়েছে। আমার মেয়ে বিয়েতে রাজি না হওয়ায় নানান ভাবে ইভটিজিং ও হয়রানি করে আসছে।
বর্তমানে ইমন ও হাসানের ডিস্টাবের কারনে সুমাইয়া স্কুলে যেতে পারছেনা। পড়াশোনা বন্ধ রয়েছে।
সমলা বেগম থানায় অভিযোগে বলেন, আমি সমলা বেগম স্বামী- মোক্তার হোসেন, সাং- দক্ষিন কুড়ের পাড়, আলীরটেক, থানা ও জেলা- নারায়ণগঞ্জ বিবাদী আনোয়ার (৫০), পিতা- ফজল কন্ট্রাক্টর, হাসান ও ইমন উভয় পিতা- আনোয়ার,হোসেনে আরা স্বামী- আনোয়ার,লিলি- পিতা- আনোয়ার উল্লেখিত বিবাদীগণ আমার প্রতিবেশী। সেই সুবাদে বিবাদীগণ দীর্ঘদিন যাবৎ অহেতুক তুচ্ছ বিষয়াদি নিয়া আমাকে ও আমার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ নানা ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতেছে। তারই ধারাবাহিকতায় ইং ১১/০৫/২০১৩ তারিখ সকাল অনুমান ০৭:০০ ঘটিকার সময় অত্র থানাধীন দক্ষিণ কুড়ে[র পাড়, আলীরটেকস্থ আমার বসত বাড়িতে অবস্থানকালীন সময় আমার বসত ঘরের দক্ষিন পার্শ্বে পানি ফেলাকে কেন্দ্র করিয়া ৪নং বিবাদীর সহিত কথা কাটাকাটির একপর্যায় ১নং বিবাদী আগাইয়া আসিয়া আমাকে ও আমার পরিবারের সদস্যদের অবস্থা ভাষায় গালিগালাজ করিলে আমি নিষেধ করায় বিবাদী আমার বসত ঘরের দরজার সামনে আসিয়া আমার চুলের মুঠি ধরে টেনে হিচড়ে মাটিতে ফেলে নাকে মুখে এলোপাথারী চর থাপ্পর মারতে শুরু করলে ১.২,৩, ও ৫নং বিবাদীগণ সংঘবদ্ধ ভাবে কাঠের লাঠি ও বাশ দ্বারা আমাকে এলোপাথারী বারি দিয়া শরীরের বিভিন্নস্থানে গুরুতর নীলা ফুলা জখম করে। তখন ১নং বিবাদী আমার বড় ধরনের ক্ষতি সাধনের লক্ষে পাশে থাকা ১০ইঞ্চি ইট নিয়া আমার মুখে, হাতে, পায়ে এলোপাথারী বারি দিয়া মুখের উপরের ঠুটে ও পায়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম সহ বাম হাতের আঙ্গুলে হাড় ফাটা জখত ও দাঁত নাড়িয়ে ফেলে। আমাকে বাঁচাতে আমার মেয়ে সুমাইয়া (১৬) আগাইয়া আসিলে ২,৩ ও ৫নং বিবাদী আমার মেয়েকে এলোপাথারী লাথি ঘুষি মারিয়া শরীরের বিভিন্নন্নস্থানে নীলা ফুলা জখম সহ ৩নং বিবাদীর হাতে থাকা কাঠের লাঠি দ্বারা আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী মাথায় আঘাত করিলে মাথার পিছনের অংশে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। বিবাদীগণ পর পুরুষ হওয়া সত্তে¡ও আমার মেয়ে পরিহিত জামা- কাপড় টেনে হিচড়ে ছিড়ে ও শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে আঘাত করিয়া শ্লীলতাহানী করে। মারধরকালীন সময় ২নং বিবাদী আমার মেয়ের গলায় থাকা ০৪ (চার) আনা ওজনের স্বর্ণের চেইন ও কানে থাকা ০২ (দুই) আনা ওজনের স্বর্ণের কানের দুল যাহার মূল্য অনুমান ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা হবে ছিনাইয়া নিয়া যায়। আমাদের আত্মচিৎকারে আশে পাশের লোকজন আগাইয়া আসিলে ১নং বিবাদী আমাদের গালিগালাজ করিয়া ভবিষ্যতে উক্ত বিষয়ে বাড়াবাড়ি করিলে আমাকে প্রাণে মারিয়া ফেলার হুমকি প্রদান করে চলিয়া যায়।
এলাকাবাসী গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সদর মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন সমলা বেগম।
এ বিষয়ে ইউপি মেম্বার রওশন আলী বলেন,মেয়েটি পরীক্ষা দিতে পারে নাই। মারধর করা হয়েছে, কাপড় ছিড়ে ফেলেছে বলে আমাকে জানানো হয়েছে। যেহেতু ৫ নং ওয়ার্ডের ঘটনা মান্নান মেম্বার কে নিয়ে সমাধান করা হবে।