নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর লক্ষীনগরে আদালতের রায় পাওয়া সত্বেও চিহ্নিত ভূমিদস্যু সোহরাব ওরফে কাইল্লা সোহরাব গং নিরীহ রাসেল মীরের জমি দখলের অপচেষ্টা করে সেখানে স্থাপনা নির্মান চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে জমির মালিক লক্ষীনগর গ্রামের বাহাদুর মীরের পুত্র রাসেল মীর বাদী হয়ে শনিবার (২০ মে) দুপুরে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগে রাসেল মীর উল্লেখ করেন, বিবাদী সোহরাব পিতা-মৃতঃ জালাল উদ্দিন, আলমগীর হোসেন, জাহাঙ্গীর উভয় পিতা- আফতাব উদ্দিন মোল্লা, আবু তাহেরা, পিতা-হাফিজ উদ্দিন,মোঃ মুজা পিতা-জিনু মিয়া,ইমরান পিতা শাহজালাল, রোমান- পিতা-মুসলিম মুন্সি, জহিরুদ্দিন পিতা-মৃত: রূপচান, সর্ব সাং-বক্তাবলী, থানা-ফতুল্লা জেলা-নারায়ণগঞ্জ সহ অজ্ঞাত নামা ১০/১২ জন বিবাদীগণ জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়া আমার সহিত শত্রুতা স্থাপন পূর্বক আমার ও আমার পিতার ক্ষতি সাধন করিবার অপচেষ্টা করিয়া আসিতেছে।
বিষয়টি নিয়া বহুবার বিচার শালিস করা হইলেও তেমন কোন সুরাহা হয় নাই। অতঃপর বিষয়টি নিয়া বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হইলে বিজ্ঞ আদালতে দীর্ঘদিন মামলা চলমান থাকার পর বিজ্ঞ আদালত যথাযথ কাগজপত্র বিশ্লেষণ করে আমাদের পক্ষে রায় প্রদান করে। এরই জের ধরিয়া গত ইং ১৯/০৫/২৩ তারিখ রাতের অন্ধকারে যেকোন সময় উল্লেখিত বিবাদীগণ আমার মালিকানাধীণ সম্পত্তি জোর পূর্বক দখল করিবার উদ্দেশ্যে সেখানে নির্মান সামগ্রী ইট নিয়া জড়ো করে। বিষয়টি সম্পর্কে অবগত হইয়া অদ্য ইং ২০/০৫/২০২৩ তারিখ সকাল অনুমান ৮.৩০ ঘটিকার সময় আমি আমার জমি পরিদর্শনে গেলে সেখানে ১নং বিবাদীর সহিত দেখা হইলে বিবাদী আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন সহ আমি যদি বিবাদীদের আমার সম্পত্তি দখল করিতে বাধা প্রদান করি তাহা হইলে সময় সুযোগমত আমার প্রাণ নাশ করা সহ আমার বড় ধরনের ক্ষতি সাধন করিবে মর্মে হুমকি প্রদান করে।
উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন রাসেল মীর।