ফতুল্লার আলীগঞ্জে শান্ত ওরফে সোর্স শান্ত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সোর্স পরিচয় বহন করে ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকার সুযোগ নিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কোন প্রকার রাখ- ঢাক বা গোপনীয়তা অবলম্বন না করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে বেচা-কেনা করছে ইয়াবা,গাজা ও মরণ নেশা হেরোইন ।
এমন কি অন্যান্য মাদক ব্যবসায়ীদের কাছ থেকেও প্রশাসনের ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। একের পর এক দু:সাহসিক ঘটনা ঘটিয়ে প্রশাসনের সোর্স বিদায় রক্ষা পেয়ে যেন সোর্স শান্ত আইনের উর্ধে। আর ফতুল্লার আলীগঞ্জসহ আশপাশ এলকায় নির্বিঘ্নে করে আসছে মাদক ব্যবসা।
স্থানীয়দের একাধিক তথ্য মতে, শান্ত ওরফে সোর্স শান্ত কোন কিছুর তোয়াক্কা না করে আলীগঞ্জ রেললাইন থেকে জোড়পুল পর্যন্ত আশপাশ এলাকায় দেদারছে প্রকাশ্যে বিক্রি করে আসছে মরণ নেশা হেরোইন, ইয়াবা ও গাঁজা। তার নিয়ন্ত্রনে রয়েছে এক ডজনের ও বেশী সেলস্যম্যান। আলীগঞ্জ ও জোড়পুলের স্থানীয় কিছু পাতি নেতাদের যোগসাজশে মাদক ব্যবসা করে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। নেতাদের সাথে ফটোসেশান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে স্থানীয়দের মাঝে প্রভাব বিস্তার করে থাকেন মাদক ডিলার শান্ত ওরফে সোর্স শান্ত। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলার রয়েছে ফতুল্লা মডেল থানায়।
আলীগঞ্জ এলাকা থেকে শান্তর সহযোগী হীরা, রাজা, সল্টু রাসেল ও সালাউদ্দিন মাদকসহ একাধিক বার পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাবরণ করে এসেও বহাল রেখেছে তাদের মাদক ব্যবসা। তবে আলীগঞ্জ এলাকা থেকে অনেক মাদক ব্যবসায়ী গ্রেফতার হলেও রহস্য জনক কারনে সোর্স শান্ত গ্রেফতার না হওয়াতে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী ।এদিকে কিছু সাংবাদিক পরিচয়দানকারী ব্যক্তি ও প্রশাসনের কিছু অসাধু কর্তাব্যাক্তিকে ম্যানেজ করেই শান্ত করে যাচ্ছে জমজমাট মাদক ব্যবসা ।
এলাকাবাসী সূত্রে আরো জানা যায় , রাতে টহল পুলিশের গাড়িতে ও দিনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রর অধিদপ্তরে কর্মকর্তাদের সাথে দেখা যায় মাদক ডিলার সোর্স শান্তকে। অন্য দিকে আবার শ্রমিক লীগের মিছিল মিটিং ও দেখা যায় তাকে। তাই এলাকার মানুষ ভয়ে কিছু বলার সাহস পায় না। আন কেউ কিছু বলতে গেলে তার উপর নেমে আসে নির্মম ভয়াবহতা ওল্টো তাদের মারধর করতে তেরে আসে এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবার ভয়ও দেখায়। এমন কি রাত হলেই অস্ত্র ঠেকিয়ে নিরীহ পথচারীদের কাছ থেকে টাকা,মোবাইল ও লুট করে নিয়ে যায় শান্ত বাহিনী।
ফতুল্লায় বিভিন্ন জায়গায় পুলিশ একাধিকবার মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ মাদক ব্যবসায়ীদের আটক করলেও প্রতিবারই উৎকোচ দিয়ে ম্যানেজ করে মাদব ডিলার সোর্স শান্ত নিজেকে আড়াল করে বেচেঁ যায় ।
নাম প্রকাশে অনিচ্ছুক আলীগঞ্জের বেশ কয়েকজন জানন, প্রতিনিয়ত সোর্স শান্তর অপকর্ম নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে কিন্তু আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর মাদক ডিলার সোর্স শান্তর বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নিচ্ছেনা। না নেওয়ার কারন হচ্ছে এই মাদক ব্যবসায়ী প্রশাসনকে ম্যানেজ করেই এই মাদক ব্যবসা করে আসেছে।
মাদক ডিলার শান্ত ওরফে সোর্স শান্তকে গ্রেফতার করতে নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও র্যাবের হস্তক্ষেপ কামনা করেছে আলীগঞ্জবাসী।